প্রশ্ন – লেখা পড়াড় সাথে টাকা আয়ের সম্পর্ক কেমন কতটুকু ?

প্রশ্ন – লেখা পোড়াড় সাথে টাকা আয়ের সম্পর্ক কেমন কতটুকু ? ৭

 

২০ বছর পড়ালেখা করে যখন চাকুরীর জন্য যায় তখন তার বেতন হয় ১০ হাজার টাকা, যদিও পরে বেতন বাড়ার সুযোগ থাকে । আবার
তার কোন এক বন্ধু এসএসসি ফেল করে কোন একটি বিজনেসে মাসে আয় করছে ৫০ হাজার টাকা ।

এ থেকে কি বুঝলেন ?

১- পরীক্ষায় ভাল রেজাল্ট না করলেই জীবন শেষ হয়ে যায় না ।
২- পরিশ্রম করলে আপনি টাকা আয় করতে পারবেন ।
৩- জবের চেয়ে বিজনেসে আয় কখনই কম না ।
৪- টাকা আয়ের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই ।

Join The Discussion

Compare listings

Compare