প্রশ্ন – শতকোটি টাকা থাকলে আপনি বাংলাদেশে কি কি অন্নায় করতে পারবেন এবং তবুও মানুষের কাছে প্রভু হয়ে থাকতে পারবেন ?
টাকা না থাকলে আমাদের দেশে তাকে কেউ মানুষ হিসেবে গনায় ধরে না । বাংলাদেশে আপনার কাছে টাকা আছে মানে আপনি একজন মানুষ । কিন্তু আপনার হাতে যদি থাকে শতকটি টাকা তবে আপনি মানব না আপনি হতে পারেন মহা মানব ।
আমাদের দেশে টাকা থাকলে আপনি খুব সহজেই উনেক ক্ষমতার মালিক হতে পারবেন । আর ক্ষমতা হাতে থাকলে টাকা আপনার কাছে বস্তায় বস্তায় আসতে থাকবে । এজন্য আপনাকে কি কি করতে হবে ? শেষ পর্যন্ত পরতে থাকুন সব পেয়ে জাবেন ।
আপনার এলাকায় স্কুল, কলেজ প্রতিষ্ঠা করবেন । এতে করে আপনার সুনাম হবে । লকে আপনাকে সম্মান ও শ্রদ্ধা করবে । তার পরে আপনি সেই সব প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়গ দেন এবং নিয়গ বাণিজ্যে ভাল মত করতে থাকুন । স্কুল কলেজের প্রতিষ্ঠা থকে জমির টাকাও প্রথম নিয়গ বানিজ্জেই উঠে যাবে ।
আপনার এলাকায় ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন ও এম পি নিরবাচনে সবসময় সম্ভাব্ব ১ম ও ২য় হবে এমন ২ জন কে নির্বাচনের খরচের জন্য টাকা দিন । নিরবাচনে যেই জিতুক সেই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা এমপি সাহেব সবাই আপনাকে হিসেব করে চলবে । আপনি ফোন দিলে তারা সালাম দেবে । আপনার হুকুমের তাবেদারি করবে । আপনার কথার বাইরে যায় এমন সাধ্য কারো নাই, কেউ কোনদিন চিন্তাও করবে না । একটু বাড়তি খরচ হিসেবে আপনার থানার ওসি, জেলার এসপি ও ডিসি সাহেবদের একদিন দাওয়াত দিয়ে একটু ভাল মন্ধ আপ্পায়ন করে দিন । শুধু দাওয়াতে খুসি না হলে কিছু সেলামি দেয়ার বেবস্থা করে ফেলুন । খুব বেশি না ২/৪ কোটি টাকা প্রধান মন্ত্রির তহবিলে সাহায্য করে কিছু ছবি ও পত্রিকায় আপনার নাম আসা পর্যন্ত অপেক্ষা করুন ।
এলাকার লোকাল বা জাতীয় ২/১ টা পত্রিকা কিনে ফেলুন । একটি জাতীয় টিভি চ্যানেল কিনে ফেলুন । । সে সকল পত্রিকা ও টিভিতে সবসময় আপনার ভাল ভাল সংবাদ প্রচার করতে থাকুন । সম্ভব হলে প্রেস কেলাবের সাংবাদিকদের একটু দাওয়াত করুন । কিছু সেলামি প্লে তারাও আপনার প্রসংসায় পঞ্চমুখ থাকুক । চারদিকে আপনার সুনাম আর সুনাম । ভাবছেন এত টাকা শেষ করে ফেললাম এখন কি হবে ? আতক্ষন তোঁ খরচ করেছেন এইবার দেখেন আপনি কি কি করতে পারেন ।
কেস মামলা –
এলাকার খুন খারাপি রেপ থেকে শুরুর করে সব রকমের বড় বিপদে পরলে মানুষ আপনার কাছে আসবে । আপনি তখন সবাইকে আপন মনে করে মামলায় সুবিধে পাইয়ে দেয়ার জন্য দায়িত্ব নিয়ে নেবেন । আর পরে শুরু হবে টাকার খেলা ৫/১০/২০ লাখ থেকে শুরু করে গুরুতর বড় মামলা গুলোর জন্য আপনি এমনকি কোটি টাকাও নিতে পারবেন । থানায় আর করতে দিতে হবে খুব সামান্য টাকা বাকিতা আপনার পকেতেই থেকে যাবে । আপনারা অবৈধ টাকা আসা শুরু । মাসে ৪/৫ টা খুন, ধরসন, জঙ্গি এর রেপ কেস হাতে পেলে বছরে ১০ কোটি কামান কোন বেপার না ।
নিয়োগ বানিজ্জ –
বি সি এস এর পরিক্ষা থেকে শুরু করে প্রাইমারি স্কুলের নৈশ প্রহরি কিঙ্গা জকিদারি জাকুরির জন্নেও আপনার কাছে লোকজন চাকুরি পাইয়ে দেয়ার জন্য ডলে ডলে আসতে থাকবে । আপনিও সবাইকে আপন মনে করে চাকুরি পাইয়ে দেয়ার গ্যারান্টি দিয়ে টাকা নিতে থাকবেন । ৫/১০ লাখ থেকে শুরু করে ২০/৩০ লাখ যার থেকে যা নিতে পারেন । ২/৪ জনের জব হয়েও যাবে । কিন্তু বেসিরভাগেরি জব হবে না কিন্তু সমস্যা নাই । আপনি বলে দেবেন অমুকের হইচে আপনার ও হবে । এইটা হয়নাই পরেরতা হবে । আইভাবে সত সত লোককে আপনার পিছে পিছে ঘুরাইতে থাকবে । ২/৪ জন খুব ঝামেলা করলে প্রয়োজনে ৫০% হয়ত ফেরত দিয় দিলেন । প্রতি বছর ১০০ মানুষের থেকে ৫ লাখ করে টাকা নিতে পারলেই আপনার পকেটে ধুক্তে থাকবে রায় ৫ কোটি টাকা ।
দখল ও টেন্দার বাণিজ্য –
এলাকার সম্মানিত, পরিচিত ও ক্ষমতাশীল বেক্তি আপনি যেখানে আপনি যাবেন সেখানেই লোকজন আপনাকে সালাম দেবে, কুরনিস করবে, আপনার হুকুম মান্ন করবে । এলাকার সরকারি খাস জমি দখল, পুকুর দখল, সরকারি কাজের তেন্দার দখল সব আপনার আসারায় হবে । অনেক থাকায় কয়েকশ সরকারি পুকুর থাকে, সত সত বিঘা সরকারি ঘাস জমি থাকে । এসব থেকে আপনি প্রতি বছর কয়েক কোটি টাকা আনায়াসে পকেটে তুলতে পারবেন ।
সব অবৈধ বেবসা করা –
অনুমতি ছাড়া এলাকায় ইট ভাটা দিবেন, কাছা আমের সাথে সেকারিন, মিস্তি কুম্রা, চিনি ও রঙ যোগ করে ফলের জুস বাজারে ছাড়বে । জুসের মধ্য বিস থাকলেও টাকা দিয়ে দেশের সেরা বিজ্ঞানি ও ডাক্তারেরা সেই জুস সবার সাস্থের জন্য ভাল বলে সাক্ষাতকার দেবে । আপনার বিস মেসান জুস দেদারছে বিক্রি হবে । কারি কারি টাকা আয় করতে থাকবেন । ৪/৫ বছর আপনার অখাদ্য কুখাদ্য খেয়ে লোকজন দিন দিন অসুস্থ হতে থাকবে । এই সুজুগে আপনি খুব বড় বড় ভবন নির্মাণ করে হাসপাতাল বানাবেন । সেখানে সব উন্নত মেসিন ও প্রজুক্তি ও দেশের সেরা ডাক্তার নিয়ে আসবেন । অনেক বু বিজ্ঞাপন দিতে থাকবেন । উন্নত চিকিতসার নামে মানুষের পকেটে দাকাতি করবেন । হাসপাতালের নিজে আপনার অসুধের দোকান থেকে অসুধ কিনবে । টাকা এর টাকা । গরভবতি মহিলা আস্লেই সিজার, সামান্য বেথা হলেই অপারেসন, সামান্য সমসসায় আই সি ইউ । লাস মোড়ে গেলেও আপনি আ ই সি ই উ আ রাখবেন । মরার ৭ দিন পরে ঘোষণা দেবেনে উনি মারা গেছেন । প্রতি লাসের থেক কামাই করবেন লাখ লাখ টাকা ।
পত্রিকায়৭ আপনার ছবি আসবে , তিভিতে আপনার খবর আসবে । এলাকায় গরীব মানুষদের জন্য দান খয়রাত করবেন , যাকাতের কাপর দেবেন , মানুষ আপনাকে দেবতার মত পুজা করবে । মনে রাখবেন কেউ জেন আপনার কাছে সাহাজ্জর হাত পেতে খালি হাতে ফিরে না যায় । আপনি দেখতে মানুষের মত হলি এই ভন্দ সমাজ আপনাকে দেবতার মত পুজা করবেন । আপনি যা বলবেন তাই হবে । আপনার সব কিছুই সংবাদ হয়ে আসবে । মূর্খ ভন্দ সমাজ মাঝে মাঝে ঈশ্বরকে গালা গালি করলেও আপনার প্রসংসায় পঞ্চমুখ থাকবে । আপনি হবেন জিবন্ত ইসসর । মিত্তুর পরে সরগের প্রতিশ্রুতি না থাকলে মানুষ যেমন দেবতাকে মানবে না ঠিক তেমনি আ জগতে টাকা না থাকলে আপনাকে কেউ লিডার, সম্রাট বা ইসসর হসেবে মানবে না ।