প্রশ্ন – শিক্ষার  সাথে টাকা ইনকামের সম্পর্ক কেমন  ? কতটুকু ?

প্রশ্ন – শিক্ষার  সাথে টাকা ইনকামের সম্পর্ক কেমন  ? কতটুকু ?

 

২০ বছর পড়ালেখা করে যখন চাকুরীর জন্য যায় তখন তার বেতন হয় ১০ হাজার টাকা, যদিও পরে বেতন বাড়ার সুযোগ থাকে । আবার  তার কোন এক বন্ধু এসএসসি ফেল করে কোন একটি বিজনেসে মাসে আয় করছে ৫০ হাজার টাকা ।

এ থেকে কি বুঝলেন ?

১- বেশি শিক্ষিত লোক বেশি ইনকাম করে বিষয়টি এমন নয় ।
২- পরিশ্রম করলে আপনি টাকা আয় করতে পারবেন ।
৩- জবের চেয়ে বিজনেসে আয় কখনই কম না ।
৪- টাকা আয়ের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই ।

 

লেখাপড়া জানেনা এমন এক মোটর মেকানিক মাসে ৩০ হাজার টাকা আয় করে অন্যদিকে মাস্টার্স পাশ করে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকুরীতে
যোগদান করতে হয় ।

এ থেকে কি বুঝলেন ?

১- টাকা আয় করার সাথে লেখাপড়ার কোন সম্পর্ক নাই ।
২- সার্টিফিকেটের চেয়ে যে কোন টেকনিক্যাল দক্ষতা আপনাকে অনেক বেশি আয় করার নিশ্চয়তা দিতে পারে ।
৩- পরিশ্রম করুন অফিসে বসে আরামে এসির বাতাস খেয়ে আয় করার স্বপ্ন পরিহার করুন ।
৪- যে কাজে শুধু সার্টিফিকেট ছাড়া অন্যকোন দক্ষতা লাগেনা সেই কাজে কখনই অনেক টাকা বেতন পাওয়া যায় না

 

সফল বিজনেসম্যান হবার জন্য বড় বড় ডিগ্রী লাগেনা আমার বন্ধু আনারুল তার উদাহরণ । আমরা দুজন একসাথে প্রাইমারী স্কুল পাশ করেছিলাম । বনধু আমার লেখাপড়ায় বেশি দুর যেতে না পারলেও বিজনেসে অনেকদুর এসেছে । ঘোড়াঘাট, দিনাজপুর জেলায় ওর মেসিনারিজের দোকান প্রায় ১০ বছর হয়ে গেছে । আমেরিকা আসার আগে ওর সাথে দেখা করতে গেলাম, ওর পাশের একটা মবিলের দোকান তার পাশে টিনের দোকান সব গুলো কিনে ফেলেছে , বন্ধুর এমন সাফল্য গর্বে বুকটা ভরে গেল ।
অনেকে লেখা পড়া শেষ করে ২০ হাজার টাকার একটা জবের জন্য যখন দিনের পর দিন হতাশায় ভুগছে সেখানে আনারুল অনেক অনেক ভাল আছে।

Join The Discussion

Compare listings

Compare