প্রশ্ন – শিক্ষার  সাথে টাকা ইনকামের সম্পর্ক কেমন  ? কতটুকু ?

প্রশ্ন – শিক্ষার  সাথে টাকা ইনকামের সম্পর্ক কেমন  ? কতটুকু ?

 

২০ বছর পড়ালেখা করে  ২৫ বছর বয়সে যখন কেউ চাকুরীর জন্য যায় তখন তার বেতন হয় ১০/২০ হাজার টাকা । অপর দিকে তারি কোন এক অশিক্ষিত মোটর মেকানিক বঁধু গত ১০ বছর প্রতি মাসে ৩০ হাজার করে টাকা আয় করছে ।   আবার  কোন এক বন্ধু এসএসসি ফেল করে  কাপরের দোকান দিয়েছে কত ১০ বছর যাবত সে মাসে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করে যাচ্ছে । গত ২০ বছরে শিক্ষিত ছেলেটির পিচনে বাবা মা বছরে ১ লাখ করে হলেও  হলেও ২০ লাখ খরচ করে ফেলেছে । অপরদিকে ১৫ বছর বয়স পার হতেই গত ১০ বছরে  অপর বন্ধুরা প্রায় ৩৫ ( মেকানিক) ৫০(কাপর বাবসায়ি)  লাখ টাকা আয় করে ফেলেছে ।  পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরতে পারবেন তবে আতাই বাস্তবতা ।  হয়ত বলবেন শিক্ষিত ছেলে ভবিষ্যতে অনেক বড় ও ভাল কিছু করতে পারবে । হা ঠিক আছে অনেকেই পারেও বটে । তবে আপনাদের জানার সুবিধারথে বলে রাখছি যে ইসলাম পুরের অনেক অশিক্ষিত কাপ বেবসায়ি ঢাকা শহরে নিজের বাড়ি গাড়ি সহ ১০/২০ কোটি টাকার মালিক আমার পরিচিত আছেন জিনি এস এস সি ফেল । ঢাকায় ধলাই খালের এক পার্টস বেবসায় আছেন তার কমপক্ষে ১০ কোটি টাকার সম্পদ শুধু ঢাকা সহরেই আছে যিনি মাত্র এস এস সি পাস ।

এ থেকে কি বুঝলেন ?

১- পরীক্ষায় ফেল করলেই আপনার জীবন শেষ এমন ভাবার কোন কারন নেই ।
২- পরিশ্রম করলে আপনি টাকা আয় করতে পারবেন ।
৩- জবের চেয়ে বিজনেসে আয় কখনই কম না ।
৪- টাকা আয়ের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই ।
৫- টাকা আয় করার সাথে লেখাপড়ার কোন সম্পর্ক নাই ।
৬- খামকা সার্টিফিকেটের চেয়ে যে কোন টেকনিক্যাল দক্ষতা আপনাকে অনেক বেশি আয় করার নিশ্চয়তা দিতে পারে ।
৭- পরিশ্রম করুন অফিসে বসে আরামে এসির বাতাস খেয়ে আয় করার স্বপ্ন পরিহার করুন ।
৯- যে কাজে শুধু সার্টিফিকেট ছাড়া অন্যকোন দক্ষতা লাগেনা সেই কাজে কখনই অনেক টাকা বেতন পাওয়া যায় না

১০- ভাল কলেজ ভার্সিটিতে পরলে ভাল রেজাল্ট করলেই  সবার উজ্জ্বল ভবিষ্যৎ হয় না ।

১১- শিক্ষা জ্ঞান অরজনের জন্য এটা মিত্তা কথা – আমি অনেক অশিক্ষিত কিন্তু প্রচণ্ড  বুদ্ধিমান ও শিক্ষিত কিন্তু বিবেক হিন অমানুস দেখেছি আমার জিবনে ।

হয়ত বলবেন তবে শিক্ষার দরকার নেই ? আমি বলব অবশই আছে । শিক্ষা অনেক কিছু জানার জন্য সাহায্য করে । তবে জ্ঞানের জন্য শিক্ষা সহায়ক জ্ঞান অরজনের জন্য শিক্ষা ভুমিকা রাখে । কিন্তু স্কুল কলেজে যে বিষয়গুলো পরান হয় তা কোন এক বিসয়ের তথ্য মাত্র । এসব সাব্জেক্ত এ কেউ না পরলে কিচ্চু হয় না । এছাড়া সাধারন যে শিক্ষা সবাই গ্রহন করে তাদের মধ্য যাদের শিক্ষার সাথে করমের কোন সম্পর্ক নাই সেই সিক্ষা আমার কাছে আকদম মূল্যহীন এবং সময়ের অপচয় মাত্র । আমার মতে শিক্ষা হউয়া উচিৎ ২ তা কারনে ১ জ্ঞান অর্জন ২ যে কোন একটি কাজের জন্য কাওকে উপযুক্ত করে গড়ে তলার জন্য ।

Join The Discussion

Compare listings

Compare