প্রশ্ন – সত্যিকারের ঊপোকাড় কেমন করে করবেন  ?

প্রশ্ন – সত্যিকারের ঊপোকাড় কেমন করে করবেন  ? ৮

যদি সত্যি উপকার করতে চান তবে কাউকে টাকা দেবেন না, কাজের বেবস্থা করে দেন, টাকা দিলে লোকটি অলস বা নষ্ট হয়ে যাবে । শুধু তাই না মানুষগুলো এক সময় আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে এখানেই শেষ না একসময় আপনি বিরক্ত হয়ে যখন টাকা পয়সা দেয়া বন্ধ করে দেবেন- তারা আপনার শত্রু হয়ে যাবে, আপনার ক্ষতি করতে চাইবে এবং করবে, এমন প্রমান আমি নিজে পেয়ে গেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য পোষ্ট করলাম ।

আপনাদের মধ্য যারা টাকা পয়সা দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে উপকারের করতে চেয়েছিলেন তাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চাই ।

১- নগদ ক্যাশ টাকা দেয়ার ফলে কি আসলে ওই মানুষটি উন্নতি করতে পেরেছিল ?
২- যাকে টাকা দিয়েছিলেন সেই মানুষগুলোর সাথে আপনার বর্তমান সম্পর্ক কেমন যাচ্ছে ?

Join The Discussion

Compare listings

Compare