প্রশ্ন – সন্তানের পিতামাতার শিক্ষা কেন জরুরী ? ৬
আমাদের দেশে শিক্ষিত ছেলে-মেয়েদের পিতামাতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুব জরুরী ।
পরিবার থেকে সঠিক সাপোর্ট ও শিক্ষা না পাবার কারনে অনেক তরুণ তরুনি মহা বিপদে । অনেক সন্তানের ভবিষ্যৎ নষ্টের জন্য তারা নিজেরাই দায়ি যদিও সেটা তারা জানেও না
আচ্ছা জিপিএ ৫ না পেলে কি হয় ?
যারা নামকরা স্কুলে পারেনা তারা কি মানুষ হয় না ? নামকরণ কলেজে পরলে নিশ্চিত সাফল্য ? আমিতো ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদের হতাশ হয়ে আত্মহত্যা করতে দেখেছি, এ বেপারে জাতি আমাকে কি ব্যাখ্যা দেবে ?