প্রশ্ন – সময়ের সাথে সাথে আপডেট না হোলে বিজনেসের ভাগ্য কেমন হয়  ?

প্রশ্ন – সময়ের সাথে সাথে আপডেট না হোলে বিজনেসের ভাগ্য কেমন হয়  ?

 

পৃথিবীতে যে জিনিসটি সবচাইতে সত্য সেটা হল #পরিবর্তন । আপনার বিজনেস যত সুপ্রতিষ্ঠিত হোক না কেন আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন বা আপডেট করতে ব্যার্থ হন তবে আপনি হারিয়ে যাওয়া সময়ের সাথে সাথে হারিয়ে যাবেন ।

উদাহরন হিসেবে নিচের লাইন গুলো পড়ে দেখতে পারেন ।  Kodak কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন।
এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ফিল্ম ও ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে Kodak ক্যামেরার কোম্পানীটাই উঠে যায়। এমনকি Kodak সম্পুর্ন দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।

ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি বন্ধ করতে বাধ্য হয়। যেমন-

HMT (ঘড়ি)
BAJAJ (স্কুটার)
DYANORA (TV)
MURPHY (radio)
NOKIA (Mobile)
RAJDOOT (bike)
AMBASSADOR (গাড়ি)

এই উপরের কোম্পানিগুলোর মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

টাইপ রাইটার মেশিন গুলা আজ কোথায়? একসময়ের নগদ টাকা “প্লাস্টিক টাকায়” পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ । মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার।

পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে! এটা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন! আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী আরও পাল্টে যাবে! ৭০ থেকে ৯০% ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে!

১] UBER -শুধু একটা সফটওয়্যার কোম্পানি! এদের নিজের কোনো ট্যাক্সি নেই ! তা সত্ত্বেও উবের পৃথিবীর সব চাইতে বড ট্যাক্সি কোম্পানি!

২] AIRBNB পৃথিবীর সব চাইতে বড হোটেল কোম্পানি কিন্তু এদের নিজেস্ব কোনো হোটেল নেই!

৩] আমেরিকায় উকিলদের দরকার ক্রমশঃ কমছে, কেননা এখন IBM -WATSON নামের এক সফটওয়্যার উকিলদের থেকে ভালো আইন উপদেষ্টা! আগামী ১০ বছরে আমেরিকায় ৯০% উকিল কর্মহারা হবে আর যে ১০% টিকে থাকবে তারা সুপার স্পেশালিস্ট উকিল হবে!

৫] ২০১৮ তে ড্রাইভার বিহীন কার রাস্তায় নামবে ! ২০২০ সালের মধ্যে এই কার পৃথিবীর যান বাহনের ম্যানেজমেন্ট একেবারে বদলে দেবে !

পরিবর্তন চিরন্তন সত্য, চরম সত্য, দারুণ সত্য । আজ যেটা চরম হিট আগামীতে সেটা ব্যাকডেটেট । আগেড় মত কাগজের পত্রিকা আর চলে না । এক সময়ের সিনেমা হল গুলো এখন আলুর ষ্টোর বা গোডাঊণ । এক সময়ের সুপার হিট টিভি চ্যানেল গুলো তাদের স্টাফদের সময় মত মাসের বেতন দিতে পারে না অথচ কিছু ইউটিউব চ্যানেলের আয় মাসে লাখ লাখ/কোটি কোটি টাকা । **************************************

Join The Discussion

Compare listings

Compare