প্রশ্ন – সময় ও প্রচার ব্র্যান্ডইং এ কি করে  ভুমিকা রাখে  ?

প্রশ্ন – সময় ও প্রচার ব্র্যান্ডইং এ কি করে  ভুমিকা রাখে  ?

 

ব্রান্ডিং দুই দিনে হয় না। লেগে থাকুন দেখবেন হয়ে গেছে। আমাদের গ্রামে এক বড় ভাই আছে যাকে সবাই মাষ্টার নামে চেনে উনি আসলে কন মাষ্টার নন মজার বেপারটা হল সেই ভাই লেখা পড়া করার কন সুযোগ পাননাই অথচ পারার সবাই তাকে মাষ্টার নামেই পরিচিত ।  —- দুই দিনে হয় না আমার বাবাও তাকে মাষ্টার নামেই বলত। আর  আমার বাবা শুধু আকা না এলাকার হাজার হাজার মানুষ এমনকি তার আত্মীয় স্বজন ও  তার পরিবারের লোকজন ও তাকে মাস্টার  বলেই দাকে ।   বছরের পর বছর মাস্টার নামটি প্রচার করার ফলে নামটি আজ প্রতিষ্ঠা পেয়েছে । আমার মনে হয় আপনাদের এলাকায় খুঁজলেও এমন ইন্জিনিয়ার,  চেয়ারম্যান, লিডার  ও পাইলটদের দেখা পেয়ে যাবেন যারা আসলে এমন কোন কাজ বা পেশায়  সাথে জরিত নাই । সুতরাং প্রচার করুন এবং অনেক দিন যাবত প্রচার করুন – আপনার ব্র্যান্ড অবশই প্রতিষ্ঠা পাবে ।

Join The Discussion

Compare listings

Compare