প্রশ্ন – BDDelivery নাম করন ও অর্জন  ?

প্রশ্ন – BDDelivery নাম করন ও অর্জন  ?

 

নিউ ইয়র্ক এর লেক্সিংক টন অ্যাভিনিউ দিয়ে হাট ছিলাম এমন সময় একটা অ্যাড চোখে পরল , food ,laundry , grocery , alcohol ডেলিভারির জন্নে delivery.com । আবার পুরো বিজ্ঞাপনটা দেখলাম । মাথায় একটা বুদ্দি চলে এলো । আচ্ছা আমি যদি এমনটা বাংলাদেশ এ করি তো কেমন হয় ? ……………… আমাদের দেশের লোকজন তো এখন ইন্টারনেট ব্যাবহার করে , দিন দিন মানুষ অনেক বেশি শিক্ষিত হচ্ছে , মানুষ এর আয় বাড়ছে, মানুষ এখন সব কিছু হাতের কাছে পেতে চায়, দিন দিন মানুষ অলস হয়ে যাচ্ছে । সিদ্ধান্ত নিলাম এমন ডোমেইন আমার লাগবে । যেহেতু আমার এই বিজনেস করার ইচ্ছা বাংলাদেশে তাই নামের আগে বাংলাদেশের BD যোগ করে BDDelivery.com কিনে নিলাম ।

স্লগান দিলাম  #বাঘের #দুধ #ও #ডেলিভারি #সম্ভব BDDelivery

 

২০১৪ সালে এই ব্রান্ডের কাম্পেইন করার জন্য বগুরা আজিজুল হোক কলেজে বানার নিয়ে দারিয়ে ছিলাম একদিন । পরের দিন ঘুম থেকে উঠে ফেসবুকে দেখি যে আমার সেই পস্তার প্রথম আল পত্রিকার রস আলও বিভাগে ছাপা হয়েছে । যায়গায় বসে আওয়াজ দেন , BDDeliveri . নিজের চোখ কে বিশ্বাস করতে পাচ্চিলাম না । তার পরে আর পিচন ফিরে তাকাতে হয় নি । আমার সকল দমেইনের মধ্য সবচেয়ে জনপ্রিয় ও  নাম করা ডোমেইন হল এই BDDelivery.com .

ফেসবুক, গুগলে কোন বিজ্ঞাপন না দিলেও রেগুলার এই পাবলিক, মেসেজ, কমেন্ট আসে যা ভাবতেই অবিসসাস লাগে । কারন অন্নসব বিজনেসে বিজ্ঞাপন না দিলে কাস্তমার চিন্তাও করা যায় না ।

Join The Discussion

Compare listings

Compare