প্রশ্ন – Khandokar Robi এর উদ্যোক্তা জীবন ? 

প্রশ্ন – Khandokar Robi এর উদ্যোক্তা জীবন ?

শুরুটা অনেক ছোট থেকে । আমি অনেক ছোট থেকেই অনেক কাজ ও বিজনেসের সাথে জরিত  ছিলাম । আমি প্রাইমারি স্কুল থেকে বিজনেসের সাথে জরিত । হাইস্কুল কলেজ লাইফ তখন ও নানা কাজ ও বিজনেসের সাথে সবসময় নিজেকে জরিয়ে রেখেছিলাম । ঢাকা কলেজে লেখাপড়া করছিলাম  এমন সময় আমেরিকা চলে যাই । আমেরিকা গিয়ে নিউ ইয়র্কে প্লেন থেকে নামলেও ম্যাসাচুসেটস স্টেটের উশটারে আমার প্রথম জব হয় । একটি গ্রসারি সপে সেখানে  ২০০৭ সালে আমেরিকায় আমার প্রথম জব এ বস ছিলেন , খান সাহেব ।

কি করে bhaban.com শুরু করলাম   ?

বোস্টন এ উনার বেস কয়েকটা বারি আছে এছাড়াও রিয়াল স্টেট এজেন্ট হিসেবে কাজ করতেন । প্রায়ই আমাকে সাথে নিয়ে অনেক বাড়ি , মার্কেট দেখতে যেতেন । উনার লেকের পারে বাড়ি, মারসিডিজ গারি , স্যুট কোট পরা লাইফ স্টাইল দেখে খুব ভাল লাগত । গারিতে যাবার পথে অনেক কিছুই আলাপ হত যা স্কুল এ কোনদিন শিখইনি  । উনার হাত ধরেই রিয়েল স্টেট স্কুল এ  ভর্তি হই এবং মেচাসুচেতস থেকে রিয়েল এস্টেট এ লাইসেন্স পাই । বিদেশের এজেন্ট গুলো অনেক সৎ , অনেক দায়িত্বশীল তাদের কাজ । ক্লায়েন্ট গুলোও অনেক অমায়িক । রিয়েল এস্টেট হচ্ছে এমন একটি সেক্টর যেখানে মানুষ তার জিবনের সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে । সবচেয়ে বেশি টাকা লেন্দেন হয় । সমাজের সকল সফল মানুষদের সাথে পরিচয় হয় , বন্ধুত্ত হয়, উঠা বসা হয় , রিয়েল এস্টেট হল সফল মানুষদের এক দারুন বিচরন ক্ষেত্র –  রিয়েল এস্টেটের প্রেমে পরে গেলাম ।   আমেরিকান পাসপোর্ট থাকলেউ দেশে কিছু করার এক পাগলামি মাথায় ঠুকে গেল । মনে হল অ্যামেরিকার মত  যদি এমন কিছু আমাদের দেশে করতে পারি তবে কেমন হয় ?  যেই ভাবনা সেই কাজ ২০১৩  সালে bhaban.com ( Bhaban Real Estate Company Ltd ) শুরু করি । পরবর্তীতে BDDelivery.com, ShopaEx.com, Cyext.com, Cyberext.com নামে আকে একে সব গুলো বিজনেস শুরু করি  ।

কি করে BDDelivery.com শুরু করলাম ?

লেখা আছে সেটা যোগ করতে হবে …………………………………… পরবর্তীতে BDDelivery.com, ShopaEx.com, Cyext.com, Cyberext.com নামে আকে একে সব গুলো বিজনেস শুরু করি  ।

 

কি করে কার ওয়াস ও ওয়ার্কশপ  বিজনেস শুরু করলাম ?

আমি আর আমার দুলাভাই বসে গল্প করছিলাম যে অনেক দিন হল নতুন কোন বিজনেস শুরু করা হচ্ছে না , দেখেন টো নতুন কি একটা বিজনেস শুরু করা যায়  ? তার পরে এলাকার অনেক বিজনেস দেখলাম, অনেক বিজনেস মালিকদের সাথে দেখা করে কথা বললাম , আড্ডা দিলাম । তার পরে শুরু করে দিলাম এবং প্রাথমিকভাবে আপ্রিলের ১০ তারিখ থেকে বাইক ও কার অয়াস প্রাথমিকভাবে শুরু করলাম । ঢাকা দিনাজপুর মহাসরকের পাশে আমার নিজের কেনা ১১ শতক জমি ছিল সেখান লাগান গাছ কেটে বালু ভরাত করে শুরু করে দিলাম আমার নতুন বিজনেস । অবসেসে মে মাসের মধ্য সম্পূর্ণ কাজ শেষ করে ফেলি । খুব ভাল চলছে আমার এই বিজনেস টি । পরবর্তীতে বিস্তারিত লিখব এই বিজনেস নিয়ে ।

 

 

আমার উদ্যোগটা জিবনের বাধা

বাবা ১০ সালে পৃথিবী ছেরে চল গেছেন । আমি পরিবারের বড় ছেলে । আমি এত টাকা নিয়ে বিজনেসে নামব আমার মা কিছুতেই সায় দিচ্ছিল না । কিন্তু মা জানে আমি ছোট থেকেই বিজনেস করি এবং আমি ছেলে হিসেবে কেমন সে জানে তাই বাধা দিলেও একেবারে বিজনেস করতে নিসেধ করছিল না । আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই নিষে ধ করেছে । বলেছে এত টাকা দিয়ে ঝামেলায় জরানোর কি দরকার ব্যাঙ্কে রাখলেই তো মাসে মাসে অনেক টাকা আসবে । আর আমেরিকা তে তো অনেক ভাল আছি ইনকাম তো কম না । কিন্তু বিজনেস আমার রক্তে মিসে গেছে বিজনেস না করে যে থাকতে পারব না ।

 

আমার বিজনেসের ভুল গুলো  ?

১। জমিতে বেশি বিনিয়োগ -আজ ১৭ ই জুন ২০১৩ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় আমার প্রাণের প্রিয় ” #BHABAN রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড , কোম্পানি শুরুর সাথে সাথেই কয়েক কোটি টাকা হুট করে রিয়েল এস্টেট এ   বিনিয়োগ করে ফেলি । অ্যামেরিকান ফেরত মানুষ আমি টাইম ইজ মানি তাই আক্তুও দেরি করতে চাই নি । কিন্তু ১২ সালের পর থেকেই দেশের রিয়েল এস্টেট সেক্টর খারাপের দিকে যেতে থাকে । আমি বুঝে উত্তে উত্তেই হাতের কয়েক কোটি টাকা সব জমি  কিনে শেষ করে ফেলি ।

২- বাজার ও সময় বিবেচনা না করে কোন সেক্টরে হুট হাট করে বিনিয়োগ  করা ।

৩- একক বিশাল কোন প্রজেক্ট এ অনেক টাকা বিনিয়োগ করা ।

৪ – জরুরী তহবিলে জমা না রেখে সব টাকা বিনিয়োগ করা ।

৫- স্বল্প মুনাফার আশায় কোন অভিজ্ঞতা ছাড়া, মার্কেট আনলাইসেস না করে হুট করে  ভুল লোকেশনে ব্যাগের  ফ্যাক্টরি করায় সেখানেউ উল্টো পুরো বিনিয়োগটাই আটকে যায় । সেখানেও প্রায় ৫ লাখ টাকা ধরা খাই ।

৬- ShopaEx.com নামের ফেসবুক সপে প্রথমে কয়েক লাখ টাকা লাভ করলেও কয়েক বছরে প্রায় ১৫ লাখ ক্যাশ টাকা ধরা খাই এবং অবসেসে ২০১৮ সালে সেই ফেসবুক শপ সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করি । প্রথমে লাভ দেখে অনেক বেশি খরচ করতে থাকি যা পরবর্তীতে আমার জন্য অভিসাপ হয়ে দারায় । এছাড়া নিয়মিত ফেসবুক বিজ্ঞাপনের খরচ বৃদ্ধি কিন্তু অর্ডার কমে জাওয়ার কারনে লস ঠেকানো আর সম্ভব হয় না ।

Join The Discussion

Compare listings

Compare