প্রস্ন – কেউ জমি কিনতে বললে যা যা ভেবে দেখবেন  ?

প্রস্ন – কেউ জমি কিনতে বললে যা যা ভেবে দেখবেন  ?

আগে যখন কেও কোন জমি বা বিল্ডিং বিক্রি করতে আমার কাছে প্রস্তাব দিত তখন আমি ভাবতাম
কি করে কেনা যায় এটা ? কি ভাবে দাম করলে জমিটা হাতছারা হবে না ?
জমিটা অনেক সুন্দর কিনতে পারলে খুব ভাল হবে হাতের টাকাটাও খামোখা ব্যাংক এ পরে না থেকে বিনিয়োগ হয়ে যাক, খামাখা ব্যাংকে টাকা ফেলে রেখে লাভ কি ?

তখন আমি জমির বিজনেসে ছোট ছিলাম , আর এখন কেউ কোন জমি বিক্রির কথা বলতে আসলে,  একটি  জমিতে যত প্রকার ঝামেলা থাকতে পারে তার সব একটা একটা করে মাথায় চলে আসে, যেমন-

১- জমির কাগজ ঠিক আছে তো ?
২- ওয়ারিশ ঠিক আছে তো ?
৩- জমির পরিমান ঠিক আছে তো ?
৪- জমির দখল ঠিক আছে তো ?
৫- বাজারের চেয়ে কম দামে দেবে তো ?
৬- জমির আশপাশের জমির মালিক কারা ?
————–
এমন আক্তার পরে একটা প্রশ্ন মাথায় চলে আসে । আমি এখন বুঝতে পারি অভিজ্ঞতা অর্জন করেছি । আমি স্থির হয়েছি আমি আমার আবেগ কে নিয়ন্ত্রন করতে শিখেছি ।
এখন যদি সরকার আমাকে বলে সহরাওয়ারদি উদ্যান মাত্র ১ কোটি টাকা দিলে আমা্র কোম্পানিকে সরকার লিখে দেবে তবু আমি এক্সাইটেড হব না , বরং আমি ভাবতে শুরু করব —————-

chicago

 

Join The Discussion

Compare listings

Compare