প্রস্ন – টাকা হলে সংসারে সবার জন্য কি কি করবেন , কি কি করবেন না, কেন করবেন না ?
পরিবারের সবাই সমান না সবাই সমান উন্নতি করতে পারে না । হয়ত আপনার অন্য ভাই বোনের চেয়ে আপনি বেশি ভাল অবস্থানে আছেন । স্বাভাবিক ভাবেই আপনার উপর পরিবারের সবার একটা দাবি বা প্রত্তাসা থাকবে । টো আমতাবস্থায় আপনি কি করতে পারেন সেতার একটা তালিকা তৈরি করছি ।
কি কি করবেন ?
১। বাড়ি বানাইয়ে দেবেন – কেন দেবেন ? সবার জন্য বাসা বাড়ি তৈরি করে দেয়া , যাতে করে সবাই দিন সেসে মাথা গচার একটা নিরাপদ আস্রয় খুজে পায় । তাছারা বাড়ি কেউ বিক্র করে খেটে পারে না টাই সবাই নিজ নিজ কাজ করে খাবে বাড়ি থেকেই যাবে ।
২। শিক্ষার বেবস্থা করেন – কেন করবেন ? শিক্ষা সম্পদ তবে অবশই কারিগরি ও করমমুখি শিক্ষার প্রতি আপনাকে গুরুত্ত দিতে হবে । আপনি পরিবারের অন্যান্য সদসসের শিক্ষিত ও কমখম হিসেবে গড়ে তুল্লে ভবিষ্যতে তাদের জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হবে না ।
৩। করমের বেবস্থা করবেন – কেন করবেন ? কারন কর্ম না থাকলে তারা আপনার উপর নির্ভরশীল হয়ে পরবে, আপনি সামনে আগাত পারবেন না তারা আপনাকে সাহায্য করতে পারবে না । এছাড়া ও করমহিন মানুষ সংসারের ও সমাজের বোঝা, অলস মানুষের মাথা কুচিন্তায় ভরপুর থাকে যা কখনও ভাল নয় । এছাড়া সাবলম্বি মানুষ নিজে নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারবে তাদের জন্য আপনার আর কিছু করতে হবে না ।
তবে পরিবারের সবার অবস্থার উন্নয়ন বা পরিবর্তন করত গিয়ে কোন ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না । আপনার ছোট ভাই হয়ত আগে থেকে একটা কাজ করত আপনি তাকে সেই কাজ থেকে বের করে এনে মান সম্মান বেশি এমন একটি বিজনেসে এ ঠুকিয়ে দিলেন যাতে আপনার সাথে সাথে পরিবারের সবার উন্নয়ন হয় । কিন্তু বাস্তবে দেখা গেল যে উন্নতি হচ্ছ না । সমস্যাটা কোথায় ? কেন এমন হচ্ছে ? কেন এমন হয় ? এমতাবস্থায় করনিও কি ? কিছু কাজ আছে যা আপনার কখনই করা যাবে না যেমন –
১। নতুন বিজনেস ঢোড়ায়া দেবেন না –
পরিবারে যে যে বিজনেসে আছে তাকে সেই বিজনেসেই থাকতে দিন- কারন বিজনেস হচ্ছে সেখার জিনিস, আপনি হুট করে তাকে নতুন করে কোন বিজনেসে ধুকিয়ে ডিলে সে হয়ত সেটা পরিচালনা করতে পারবে না । শুধু টাই না আপনার দেয়া নতুন বিজনেস তার পছন্দ ও না হতে পারে । প্রত্যেককেই তাদের নিজ নিজ পুরাতন বিজনেস করতে দিন । আপনি বরং তাঁর পুরাতন বিজনেসে পুরাতন বিজনেসে সামান্য সাহায্য করতে পারেন আর বেশি কিছু না ।
অনেক বড় ইনভেস্টমেন্ট দিলে সে সেটা পরিচালনা করতে পারবে না । শুধু তাই না এটা যে অনেক বড় দায়িত্ব বা ঝুঁকিপূর্ণ এটাই সে বুঝতে পারবে না । এখানেই শেষ না আপনার কষ্টের টাকার মূল্য এই দুনিয়াতে আপনার মত কেউ বুঝবে না তাই খুব ছোট বিজনেসে আছে তাকে হুট করে অনেক বেশি ইনভেস্টমেন্ট দেবেন না ।
২। নতুন কাজে ঠূকায়া দেবেন না –
যে যে কাজ করছে তাকে সেই কাজ করতে দিন – কারন, একেক মানুষ একেক যোগ্যতা নিয়ে বেরে উঠে । একেক মানুষ একেক কাজ করতে ভালবাসে । সব কাজি সমান, সব কাজেই টাকা এসে টাই হুট করে বা জ্র করে কাউকে তার কাজ পরিবরতন করে দেবেন না । আপনি হয়ত সমাজের সম্মান বা টাকার পরিমানের দিকে তাকিয়ে চাইবেন না আপনার পরিবারের সবাই আপনার পছন্দ মত কাজ করুক, কিন্তু বাস্তবতা এমন না । অনেক সময় দেখবেন আপনি অনেক কষ্ট করে একটা কাজ মানেজ করে দিচেন আপনার ছোট ভাই ৬ মাস পরে সেই ভাল লাগ না টাই চেরে দিচে – কি করবেন তখন ? তাকে নিজে থেকে কষ্ট করে উন্নতি করতে বলুন সে দেখুক জীবন কত কষ্টের কত কঠিন একদিন সংরাম করে যদি ভাল অবস্থানে যেতে পারে তবে সে সেটার মূল্য উপলব্ধি করতে পারবে শুধু তাই না তা হবে টেকসই উন্নয়ন । তাঁর চেয়ে বরং টাকে তাঁর ভাল লাগে এমন কাজ ওঠোবা সে কাজ কোড়ছে সেই কাজেঈ টাকে ভাল ভাবে করার জন্য শোহোজোগীটা কোরতে পারেন ।
৩। কারো হাতে কোন টাকা দেবেন না ।
কারন- আপনি যদি পরিবারের সবার সত্যি মঙ্গল কামনা করেন তবে কারো হাতে কোন টাকা দেবেন না । আপনি ক্যাশ টাকা দিতে থাকলে , তারা আস্তে আসতে অলস ও অকরমা মানুসে পরিনত হবে ।
হয়ত ভাবছেন যে তাহলে আমার টাকায় কারো যদি উপকারে না লাগে তো সে টাকা দিয়ে লাভ কি ? শুনেন আপনার টাকা দিয়ে সবার উপকার হবে চিন্তা কইরেন না । যে যেখানে আছে সেখানে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করুন যাতে তাদের আয় বারে কিন্তু বেশি টাকা দিয়ে তাদের অলস বা নষ্ট হবার সুযোগ দিয়েন না । তাছারা কেউ কিছু না করে বসে বসে খেল তারা একসময় আপনার জন্য বিপদের কারন হয়ে দেখা দেবে । একসময় যখন আপনি বিরক্ত হয়ে পরিবারকে টাকা দেয়া বন্ধ করে দেবেন তখন আপনার পরিবার আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ভাই আপনার সত্রু হয়ে যাবে , আপনার ভাই আপনার জমি সম্পদ অসদ উপায়ে দখল করতে চাইবে । টাই সময় থাকতে সাধু সাবধান । টাকা ভাল কিতু সেটা যেন আপনার জিবনে অভিসাপ হয়ে না এসে, তা যেন আপনার জিবনের সুখ কেরে নিতে না আসে । । আপনার টাকা তাদের প্রকৃত উন্নয়নে কাজে আসুক , সবাই ভাল থাকুক আপনি ভাল থাকুন ।
এছাড়া আর কি কি করা উচিৎ ? কি কি করা উচিৎ না কেন না এসব নিয়ে আপনার জানা কোন কিছু থাক্ল আমাদের কমেন্ট করতে ভুল্বীন না । ভালবাসা সবার জন্য ।