বর্তমানে বিয়ের বাজার- ৫৫ ——————————–
১। ছেলেকে সরকারী চাকরি করতে হবে ।
২। সরকারি না হোক তবুও একটা চাকরি করতে হবে ।
৩। আইটি বিজনেস বা ফ্রী লেন্সার মানে সারা দিন কম্পিউটারে বসে থাকে এমন ছেলে চলবে না ।
৪। ঢাকায় হলে ছেলের ফ্লাট, গাড়ি থাকতে হবে কিন্তু বয়স বেশি হওয়া যাবে না ।
আসল কথা
জীবিকার তাগিদে যে কোন পেশাই অত্যন্ত সম্মানের এক্ষেত্রে সকল পেশা ও জব সম্মানের দাবিদার । বাস্তবে সরকারি জবের সংখ্যা অনেক কম । সরকারি চাকুরীর চেয়ে বেসরকারি সেক্টরে বেতন অনেক বেশী । অনেক কোম্পানীর পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মাসে ৫-১০ লাখ টাকা বেতন পান যা সরকারি জবে কল্পনাতীত । বিডিজবস ২৫% শেয়ার বিক্রি করে প্রায় ৪০ কোটি টাকা পেয়েছেন – এটা কিন্তু আইটি বিজনেস । একটা ছেলে লেখাপড়া শেষ করে মাত্র জবে ঢুকে কি করে ২/৩ বছরের মধ্যে ফ্লাট বা গাড়ির মালিক হবে ??? আর বাড়ি, গাড়ি, ফ্লাট ওআলা পাত্র চাইলে একটু হাল্কা চুল পেকেছে এমন আংকেল ছেলে খুঁজা যেতে পারে । একারনেই মিডিয়া পাড়ার অনেক সুন্দরী মডেল ও নাইকারা একটু বয়স্ক ছেলেদের বিয়ে করে । এতক্ষন তো বর্তমান বিয়ের বাজার নিয়ে আমার মতামত পরলেন এবার আপনাদের অভিজ্ঞতা জানতে চাই । কমেন্ট সেকশনে আপনার মতামত লিখে ফেলুন ।