বাটপার চেনার উপায় ? ১৪০

বাটপার চেনার উপায় ? ১৪০

অপরকে বেশি কথা বলার সুযোগ দিন আপনি শুধু শুনুন- দুনিয়ার সবচেয়ে বড় বাটপারও আপনার কাছে ধরা খাবে । বাটপারের একটা বৈশিষ্ট- আপনি যা বলবেন বা চাইবেন সে সেটাই রাজি হবে, আপনাকে অনেক হেল্প করবে বলবে – কিন্তু আপনাকে সে কিছুই দেবে না আর হেল্প ? তার তো নিজেরই হেল্প দরকার আপনাকে কি হেল্প করবে বলেন ?

Join The Discussion

Compare listings

Compare