বাস্তব জীবনে এ সফল হতে হলে সফল মানুষদের সাথে চলা ফেরা ৯৯
বাস্তব জীবনে এ সফল হতে হলে সফল মানুষদের সাথে চলা ফেরা করুন , তাদের থেকে শিখুন । তারা সফল এমনি এমনি হয় নাই ? তাদের সাফল্যর গোপন রহস্য জানার চেষ্টা করুন ।
তবে দেশ ভেদে একেক জনের তরিকা একেক রকম হয়ে থাকে , যেমন ইউরোপ, অ্যামেরিকাতে কঠোর পরিশ্রম করলে আপনি সফল হবেন , থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিশ্রমের পাশাপাশি আপনাকে অনেক কৌশলী হতে হবে । জেনে রাখা ভাল যে সম্পদ অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন । কারন টাকা হচ্ছে এমন এক জিনিস যা সবাই পেতে চাইবে ।
টাকা আয় করার চেয়ে বাংলাদেশে টাকা নিজের নিয়ন্ত্রনে রাখা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ । আপনার সামান্য বেখায়ালি পনায় হাতা ছাড়া হয়ে যাবে আপনার সম্পদ ।
যারা মুরুব্বি আছেন এই বেপারে পরামর্শ দিতে ভুলবেন না কিন্তু ।