বাড়ি, ফ্ল্যাট এসব কিনতে দালালদের হাতে মানুষ যে পরিমাণ জিম্মি ১০৪

বাড়ি, ফ্ল্যাট এসব কিনতে দালালদের হাতে মানুষ যে পরিমাণ জিম্মি ১০৪

আমাদের দেশে জমিজমা, বাড়ি, ফ্ল্যাট এসব কিনতে দালালদের হাতে মানুষ যে পরিমাণ জিম্মি তা ভুক্ত ভুগি ছাড়া বাকিরা চিন্তাউ করতে পারবে না । বগুড়ায় এক পরিবার ৫ শতক জমি বিক্রি করবে বলার পরে বিক্রি করতে অনিহা প্রকাশ করলে সেই পরিবারের লোককে শহরে আটকিয়ে রেখে পরিবারের বাকি লোকদের সেই জমি বিক্রি করতে বাধ্য করা হয় । এছাড়া কোন কোন দালাদের দেখা যায় জমি মালিক ৫ বছর অপেক্ষা ও বিনিয়োগ করার পরে যে লাভ করে দালাল সাহেব এজেন্ট হিসেবে কাজ করে তার সমপরিমান বা বেশি টাকা আয় করে যা সত্যি অমানবিক ও অনৈতিক বলে মনে করি । দিন বদলাইছে এখন অনলাইন এ প্রপার্টি কেনা বেচা, ভাড়া সব কিছুই করতে পারা যায় । ইতিমধ্যে বেস কিছু ওয়েব সাইট এই সেবা দিয়ে আসছে । তবে আমাদের দেশের মানুষ এটা কি ভাবে দেখছে বা উপকৃত হচ্ছে বা আসলে তারা এই সেবা গ্রহন করছে কি না ? বা করলেও শতকরা কত % লোক এই সব সাইট ব্যাবহার করছে তার কোন পরিসংখ্যান আমার জানা নাই, খুজেও পেলাম না । বাংলাদেশে রিয়েল এস্টেট ওয়েব সাইটের ভবিষ্যৎ কি বা কেমন ? এই সেক্টরের
অভিজ্ঞ ও গুরুজনদের উপদেশ ও মন্তব্য আসা করছি ।

Join The Discussion

Compare listings

Compare