বিজনেসে বিশ্বাস কি জিনিস ?

বিজনেসে বিশ্বাস কি জিনিস ? ৫৪

নিউইয়র্কের একজন উঠতি ব্যবসায়ী বিধ্বস্ত মনে পার্কে বসে আছেন। তার জীবনের সমস্ত পুঁজি দিয়ে … তিলে তিলে গড়া ব্যবসার অবস্থা খুবই শোচনীয়। ডিলাররা একে একে তাদের দরজা বন্ধ করে দিচ্ছেন। সাপ্লাইয়াররা টাকা পরিশোধ করার সময় বেঁধে দিয়েছেন। বাংকের ঋণ পরিশোধে অক্ষমতায় তার ব্যাবসা দেউলিয়া হবার পথে। অথচ তিনি কোন আশার আলো দেখছেন না।
তার পরিবারের ভবিষ্যৎ যতই চিন্তা করছেন, ততই হতাশায় মুষড়ে পড়ছেন। হঠাত করে তার সামনে এক কেতাদুরস্ত বৃদ্ধ লোক এসে দাঁড়ালেন। বললেন…
‘তুমি কি কোন একটা ব্যাপার নিয়ে খুবই দুশ্চিন্তিত?
আমি দেখতে পাচ্ছি তোমার মনের ভিতর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আমাকে কি বলা যায় ??’
ব্যবসায়ী তাকে সমস্ত কিছুই খুলে বললেন। বৃদ্ধলোকটি তা শুনে স্মিত হেসে বললেন …
‘ওহ! এই ব্যাপার। আচ্ছা, আমি কি তোমার নামটি জানতে পারি??
নাম বলতেই উনি একটি চেক লিখলেন…’
ব্যবসায়ীর হাতে জোর করে তা ধরিয়ে দিয়ে বললেন…
‘এই চেকটি রাখ। এক বছর পর আমার সাথে এখানে দেখা কর। তখন আমার টাকাটা পরিশোধ করে দিও।’
তারপর তাকে কোন কিছু বলার সুযোগ না দিয়েই বৃদ্ধলোকটি খুব দ্রুত চলে গেলেন। ব্যবসায়ী চেক দেখে ছানাবড়া। ৫০০,০০০ ডলারের চেক। জন ডি রকফেলার নামে সাইন করা। ব্যবসায়ী জন ডি রকফেলার নামটির সাথে তিনি পরিচিত। শুনেছেন আমেরিকার সবচেয়ে সেরা ধনীদের একজন তিনি।
ব্যবসায়ী এটাকে বিধাতার আশির্বাদ ভেবে খুবই উজ্জীবিত হলেন। তিনি হিসেব করে দেখলেন…এই টাকায় তার সব দুশ্চিন্তা একনিমিষেই দূর হয়ে যাবে। কিন্তু তিনি তিনি মনে মনে ঠিক করলেন… এই টাকাটা তিনি এখনই ক্যাশ করবেন না; বরং রেখে দিবেন। নতুন করে আবার চেস্টা করবেন। না পারলে তো ব্যাকআপ হিসাবে টাকাটা আছেই।
চেকটা পেয়ে তার আত্মবিশ্বাস তুঙ্গে। তিনি ডিলারদের সাথে আবার নেগোশিয়েশনে বসলেন। এবার সফল হলেন। সাপ্লাইয়াদেরকে বুঝিয়ে পাওনা মেটানোর অতিরিক্ত সময় পেলেন । একবছরের মধ্যেই তার ব্যবসা ঘুরে দাঁড়াল। তিনি সব কর্জ মিটিয়ে লাভের মুখ দেখা আরম্ভ করলেন।
একবছর পর তিনি খুবই প্রফুল্ল মনে সেই পার্কে ফিরে এলেন । চেক ছাড়াই তার সাফল্যের গল্প রকফেলারকে শুনানোর জন্য তিনি মুখিয়ে আছেন। কিছুক্ষন পর বৃদ্ধলোকটি হাজির হলেন। ব্যবসায়ী তাকে দেখে যেইমাত্র চেকটি ফিরিয়ে দেয়ার জন্য পকেটে হাত দিলেন … অমনি পিছন থেকে একজন নার্স বৃদ্ধকে জাপটে ধরলেন।
বললেন …’থ্যাংকস গড, উনাকে ধরতে পেরেছি। কি যে মুশকিল উনাকে নিয়ে!!
উনি প্রায়ই মানসিক চিকিৎসালয় থেকে হুটহাট করে বেরিয়ে পড়েন ।
আর নিজেকে লোকদের কাছে জন ডি রকফেলার বলে পরিচয় দেন।’
ব্যবসায়ী হতভম্ব হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর মনে মনে হাসতে লাগলেন।এই ফেক চেকটির হাফ মিলিয়ন ডলারকে ব্যাক আপ ধরেই উনি কিনা একটার পর একটা অযাচিত রিস্ক নিয়ে উনার মৃতপ্রায় ব্যবসাকে চাংগা করেছেন।
বাসায় ফিরতে ফিরতে মনে হল … তার এই সাফল্যের পিছনে কি এই কাল্পনিক টাকার ভুমিকাটাই শুধু আসল?? নাহ ! তার তা মনে হয় না… বরং তার হারানো আত্মবিশ্বাসই তার জীবনের সব অসম্ভবকে সম্ভব করেছে। এই আত্মবিশ্বাসটাই তো তাকে শিখিয়েছে …যেকোন কাজ করার দুটি মাত্র নিয়ম- সঠিক ভাবে করা আর না পারলে পুনরায় এবং বারবার করা !!
অনুবাদ (আক্ষরিক নয় পরিবর্ধিত ও পরিমার্জিত আকারে ) :
Tequila of Life: Inspirational Tales – A new Lease of life.
Collected

 

Join The Discussion

Compare listings

Compare