বিল্ডিংটার দাম ৩০০ কোটি টাকারও বেশি, ভাঁঙার খরচটাও কম না ১৫৬
বিল্ডিংটার দাম ৩০০ কোটি টাকারও বেশি, ভাঁঙার খরচটাও কম না আর ভাঁঙার পর কংক্রিটের আবর্জনা যেখানে ফেলবে সেখানকার পরিবেশ ও নষ্ট হবে । শুধু তাই না এই ভবনের প্রতিটি ইট আমাদের গার্মেন্টসের অসহায় দরিদ্র মেয়েদের ঘামের ফসল । BGMEA ভবন কে না ভেঙ্গে বরং এটাকে ভালো ( স্কুল, হাসপাতাল ) কাজে লাগানো যেতে পারে ফলে ভবনটা অনন্ত কাল দাঁড়িয়ে থাকবে ন্যায় বিচারের সাক্ষী হয়ে, সবাই জানবে কেন এই ভবন বাজেয়াপ্ত করা হয়েছে । আর এই ভবন থেকে যা আয় হবে তা যদি পরিবেশের উন্নয়নে খরচ করা হয় তবে এই ভবন যে পরিমাণ পরিবেশের ক্ষতি করেছে সারা দেশে শুধু এই ভবনের আয় দিয়ে তার চেয়ে হাজারগুণ পরিবেশ রক্ষায় অবদান রাখা সম্ভব । এই ব্যাপারে আমি যে কোন স্থানে যে কোন বাক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্তি তর্ক করতে রাজী আছি । একমত হলে শেয়ার করুন ।