বিশ্বে বিয়ের জন্যে বাঙ্গালী মেয়ের কোন বিকল্প নেই…. ১১৮
.
☞ পৃথিবীর কোন দেশের মেয়েদের
ক্ষমতা নেই নির্ভুলভাবে পুরুষের মন পড়ার।
একমাত্র বাঙালী মেয়েদের আছে।
:
☞ রিকশায় যেতে যেতে হঠাৎ
আসরের আজান পড়ে গেলে,
তাড়াহুড়ো করে যখন
আপনার পাশে বসে থাকা মেয়েটি মাথায়
ঘোমটা তুলে দেয়…
তখন আপনার মনে তীব্র সুখ ভরা চোখে
একটু তাঁকিয়ে অর্জন করেন অজস্র শান্তি
:
☞ প্রচন্ড বৃষ্টির দুপুরে যখন
ঘরে ফিরেই দেখলেন
খিচুরী আর সরিষা ইলিশ…..
আপনার মনে হবে পৃথিবীর
সমস্ত সুখ কি শুধু আমার ঘরেই
:
☞মধ্যরাতে আপনার শখ করে কিনে আনা
পারফিউম আর টানা করে কাজল দিয়ে
সে যখন কাছে আসবে….
তখন ইচ্ছে হবে, জগতের সমস্ত
বাতি নিভিয়ে দিই।
ঘর ছেয়ে যাক নীরবতার…….
প্রতিটি কাঁচের চুড়ি ভাঙ্গার শব্দ
মনে হবে অনন্ত
কালের তিতাসের স্রোতের শব্দ…!
:
☞আপনাকে চা-নাস্তা দেবার সময় চামচ দিয়ে
একটু চেকে দেখবে চায়ের স্বাদ/মিষ্টিটা ক্যামন।
সে জানে তার পছন্দই আপনার যে ভালবাসা
:
☞ পহেলা বৈশাখে সকালে উঠে দেখবেন,
সে আড়ং থেকে একটা পাঞ্জাবী গিফ্ট।।।।
আপনাকে সারপ্রাইজ দেবার জন্যে…
কিন্তু পাঞ্জাবী সাইজে হয়েছে বড়। তবুও
আপনি ঢোলা পাঞ্জাবী পড়ে সারাদিন
হাসিমুখে ঘুরে বেড়াবেন সেই বটমূলে। তার
দৃষ্টিতে আপনিই শুধু নায়কের ভূমিকায়
:
☞ ঈদের দিন সকালে নামাজের প্রস্তুতি
দেখলেন আপনার পায়জামা/পাঞ্জাবী
ইস্ত্রী করে রাখা সাথে কিছু সেমাই আর পায়েস
মনে হবে হুরতো আমার পাশেই আছে
:
নামাজ পড়ে আসার পর সময়
সে যখন আপনার পায়ে ধরে সালাম
করবে… মনে মনে বলবেন অর্থের নয়
পবিত্র ভালবাসার ঈদী দিয়ে ভরে দিতে
:
☞ প্রসব যন্ত্রনার মাঝেও সে ফিরে ফিরে
তাকাবে আপনি কোথায়? সন্তান ভুমিষ্টের
পর সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনার
দিকে রইবে এক করুন দৃষ্টি, মনে মনে ভাববে
আমি কি পেরেছি তোমায় সুখ দিতে…..গো ..?
সন্তানকে প্রথমবারের
মতো কোলে নিয়ে মনে হবে জীবন সুন্দর…
এর চেয়ে সুন্দর চারপাশের মানুষেরা।। []
:
নিজের অভিজ্ঞতার থেকে কিছু কথা…….
:
বাঙ্গালী মেয়েরা ভালো থাকুক…
তাঁদের মনে ভালোবাসা বেঁচে থাকুক
প্রতিক্ষন।
Courtesy: Ehtesham T Mukut ভাই