বিষয় – ইউটিউব ও ভিডিও মার্কেটিং এর ভবিষ্যৎ । 

বিষয় – ইউটিউব ও ভিডিও মার্কেটিং এর ভবিষ্যৎ । ১৫

YOUTUBE এ ভিডিও তৈরি করে দেশের অনেক ছেলে মেয়ে মাসে হাজার থেকে লাখ টাকা আয় করছে । উদাহরণ হিসেবে আমাদের গ্রুপের সম্মানিত মডারেটর Likhon Khan এর নাম বলতে পারি । বিশ্বের সব কোম্পানি গুলো তাদের সেবা ও পণ্যর প্রচারে ভিডিও কে বেঁছে নিয়েছে সামনে এটা আরও বৃদ্ধি পাবে । তাই যারা ক্যামেরার সামনে বা পিছনে কাজ করতে পছন্দ করেন তারা এই সেক্টরকে সিরিয়াস ভাবে নিতে পারেন । তবে মন থেকে ভাল না লাগলে শুধু টাকা ইনকাম করার জন্য ইউটিউবে কেউ আসবেন না, প্লিজ ।

শুরু করতে যা যা লাগবে ।

১। একটি জিমেইল দিয়ে চ্যানেল খুলতে হবে
২। ক্যামেরা বা মোবাইল
৩। কম্পিউটার
৪। ফটো ও ভিডিও এডিটিং দক্ষতা
৫। ক্রিয়েটিভ মাইন্ড

এ ব্যাপারে আমাদের প্রিয় Likhon Khan এর থেকে আমরা আরও সুন্দর ও দিক নির্দেশনা মুলক পোষ্ট পাবো বলে আশা করছি । এই সেক্টরে কাজ করতে চান তাদের সংখা বৃদ্ধি পেলে তাদের জন্য পরবর্তি কর্ম পরিকল্পনা করা হবে ইনশাল্লাহ ।

বিনীত আহবান – গ্রুপের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি পোষ্ট, কমেন্ট, লাইক ও শেয়ার করার জন্য অনুরধ করছি ।

Join The Discussion

Compare listings

Compare