বিষয় – এই দুটি কাজ করলে দেশের সড়ক দুর্ঘটনা কমতে বাধ্য ।

বিষয় – এই দুটি কাজ করলে দেশের সড়ক দুর্ঘটনা কমতে বাধ্য । ১৭

১- দেশের সকল মহাসড়ক ( হাইওয়ে ) কে ওয়ান ওয়ে করতে হবে । এতে করে মুখ মুখি সংঘর্ষ ও ওভার টেকিং জনিত দুর্ঘটনা বন্ধ হবে । এই রাস্তা বানাতে যে খরচ হবে তা নিচের কাজটি বাস্তবায়নের মধ্য থেকে আসবে।

২- ট্রাফিক পুলিশের সংখ্যা ও টহল বাড়াতে হবে। বেশি পুলিশ বেশি টহল মানেই মামলার সংখ্যা বেড়ে যাবে। মামলা পরিচালনার জন্য প্রত্যেক জেলায় পৃথক ট্রাফিক আদালত থাকবে এবং এখান থেকে যে আয় হবে তা দিয়ে এই আদালত পরিচালনা ও ট্রাফিক দের বেতন দেয়ার পরেও অতিরিক্ত যে টাকা থাকবে তা দিয়ে সরকার সড়ক সম্প্রসানের জন্য নতুন জমি কিনতে পারবে ।

কারন – আমাদের দেশে আইন না মানা একটা ফ্যাশন/ভাব হয়ে দারিয়েছে তাই পুলিশ ৫০% গাড়ি ঘুষ খেয়ে ছেরে দিলেও বাকি ৫০% মামলা থেকে যে জরিমানা হবে সেই টাকা দিয়ে প্রতিবছর নতুন নতুন হাইওয়ে নির্মাণ সম্ভব হবে । সরকার এভাবে নিরাপদ সড়ক ও দেশর রাস্তা – ঘাট উন্নয়নে পদক্ষেপ নিলে পাশে থাকব।

Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare