বিষয়- এ জগতে আমরা কেউ চিরস্থায়ী না । ২৪
এ জগতে আমরা কেউ চিরস্থায়ী না । আমরা সবাই প্রকৃতির করুণার পাত্র মাত্র । প্রকৃতি যতদিন দয়া করবে আমরা এখানে অবস্থান করব, কথা বলব, চলব শেষে যেদিন সময় ফুরিয়ে যাবে শত চেষ্টা করেও একটা দিনও আর এ দুনিয়ায় থাকতে পারব না । অসহায়ের মত কাঁদতে কাঁদতে চলে যেতে হবে । এ জগতে কেউ চিরদিনের জন্য আসেনি । কত রাজা, বাদশা, সেনাপতি, মেজর, জেনারেল এসেছে কিন্তু সবাইকে অসহায়ের মত চলে যেতে হয়েছে ।
৩০ বছর আগের ব্র্যান্ড নিউ গাড়ি গুলো এখন গ্রামের পুরাতন বাড়ির বাইরের উঠানে পড়ে আছে, সেখানে মরিচা পড়ে গেছে, কিছু ঘাস লতা পাতা গজিয়েছে, সেই চক চকে ভাব আর নেই – এটাই বাস্তবতা ।
উপরে ছবিতে; আটবারের চ্যাম্পিয়ন জব্বর বলি কে দেখা যাচ্ছে , যার ঘুষিতে নাক ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়. সময় গড়ালে একদিন এই জব্বরের নিজের শরীরটাকে টানার ক্ষমতাও থাকবেনা,
যেমন থাকেনি মোহাম্মদ আলীর ও ।
এ জগতে আমরা সবাই বড় অসহায়, স্রষ্টার করুণার পাত্র মাত্র !!!!!!