বিষয় – কেন ইংরেজি শিখবেন কি করে শিখবেন ? ১৪
দুনিয়ার সব কিছুতেই ইংলিশ জুরে আছে । কম্পিউটার, আইটি, বিজনেস, গবেষণা থেকে শুরু করে সব কিছুই ইংরেজিতে । আইটি সেক্টরে যারা ভাল করতে চান তাদের জন্য ইংলিশ না শিখে কোন উপায় নাই । ভাল ইংরেজি না জানলে আপনি এক্সপোর্ট, ইমপোর্ট, অনলাইনে বিদেশি কাজ করতে গেলে সবার পিছনে পরে থাকবেন । আমাকে ইংরেজি সহজে শেখা ও বলার ক্ষেত্রে একজন মেসেজ করেছিলেন আমি তাকে যে পরামর্শ দিয়েছি সেটা সকলের জন্য এখানে পোষ্ট করলাম ।
১- ইংলিশ মুভি দেখুন স্পিকিং জন্য এটি সবচেয়ে সহজ উপায় ।
২-মাঝে মাঝে ফেসবুকে ইংলিশ কমেন্ট/স্ট্যাটাস দিন ও কিছু ইংলিশ পোস্ট পরুন ।
উপরের এই ২ টি পরামর্শ মেনে চললে আপনি খুব সহজে এই ভাষা শিখতে পারবেন । আমার জীবনের সফলতার জন্য ইংলিশের অবদান সবচেয়ে বেশি । খুব শীঘ্রই আমি ইউটিউব এ ইংলিশ চ্যানেল শুরু করতে যাচ্ছি । আমি খুব ভাল ইংলিশ লিখতে ও বলতে পারি আপনিও পারবেন – শুরু করে দিন আজ থেকেই ।