বিষয়: কোথায় বিনিয়োগ করবেন আপনার প্রথম ১ কটি টাকা ???????

বিষয়: কোথায় বিনিয়োগ করবেন আপনার প্রথম ১ কটি টাকা ???????

টাকা আয় করা অত্তান্ত কঠিন তার চেয়ে কঠিন সে টাকা রক্ষা করা আর আর চেয়েও কঠিন সেই টাকা থেকে টাকা আয় করা । আমাকে অনেকে তাদের জমান টাকা দিয়ে কি করবে বা কি করা যায় এমন প্রশ্ন করে আমি তাদের জননে লিখছি । নেকে ভাবছেন কটি পতিদের নিয়ে লিখছেন কেন ? কয়জন আর কোটিপতি ? তাদের জননে বলছি – গত ৩০ বছরে দেশের সম্পদের পরিমান যে পরিমান বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা পারিবারিক বা বৈবাহিক ভাবেই কোটিপতিদের তালিকায় উঠে আসেছেন । অনেকে আবার বিজনেস করে হয়েছেন কোটিপতি আর বিদেশ ফেরত অনেকেই আছেন এই কোটিপতিদের দলে । আর আজকে যারা এই স্ট্যাটাস পরছেন তাদের মধ্যে অনেকেই হবেন আগামি দিনের কোটিপতি ।

নিচে এমন কয়েকটি সেক্টর উল্লেখ করা হল –

১- নতুন ইনকাম- ২০% টাকা এমন সেক্টরে বিনিয়োগ বা এমন কিছু করুন যেখান থেকে আপনার নিয়মিত আয় রোজকার হতে থাকবে । এতে করে আপনার লিকুইড ক্যাশের কোন অভাব হবে না এবং এই বারতি আয় আপনার সম্পদ বৃদ্ধি করবে পাশা পাসি বেড়ে যাবে আপনার জীবন যাত্রার মান । তবে মনে রাখবেন খুব বেশি ঝুকি নিয়ে বিনিয়োগ করবেন না কারন আপনার শুধু আয় না আপনার মূলধনের নিরাপত্তা হউয়া উচিৎ আপনার প সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ।

২- স্টক – ২০ লাখ বা ২০% টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করুন । তবে ডে-ট্রেডার হতে যাবেন না । যারা সর্ট টাইম বিনিয়োগকারী তারা সাধারণত বাস খেয়ে থাকে তবে লং টার্ম বিনিয়োগ কারিরা সাধারণত ব্যাংক বা বিমার চেয়ে সবসময় বেশি মুনাফা করে । কয়েকটি সেক্টরে ভাগ ভাগ করে বিনিয়োগ করুন যাতে একটি সেক্তর খারাপ করলেও অন্য সেক্তর ভাল করে আর আপনার ঝুকি কমে যায় । তবে এই মার্কেট খুব মারাত্মক যায়গা না বুঝে হুট করে কিছু করবেন না । দেশের শেয়ার মার্কেট খুব ছোট, দেশের শীর্ষ ১০/১৫ টি কোম্পানি বা বাবসায়ি একজোট হয়ে কোন কারসাজি করতে চাইলেই করতে পারে তাই শেয়ার মার্কেট কখনই খুব বেশি নিরাপদ নয় ।

৩- রিয়েল এস্টেট- ইনফ্লেসন বা টাকার অবমূল্যায়ন রোধ সাথে সাথে লং টার্ম যার মূল্য বৃদ্ধি পেতে থাকবে এমন একটি সেক্টর এটি । যদিও এই সেক্টরে ঝামেলাপূর্ণ । তবে আপনার নিজ এলাকায় খুব জেনে শুনে বিনিয়োগ করলে ঝুকি অনেক কমে যায় । বিয়ে সাদির ক্ষেত্রে এটা বেশ কাজে দেয় । এছাড়া রিয়েল এস্টেট কখনও দাম কমে ০ তে নেমে আসবে না দৃশ্যমান এই সেক্টরে তাই আপনার টাকার
২০ লাখ বা ২০% টাকা বিনিয়োগ করতে পারেন ।

৪- ক্যাশ- ২০ লাখ বা ২০% টাকা অবশ্যই নগদ ক্যাশ বা ব্যাংক ফিক্সড ডিপোজিট হিসেবে রাখবেন যাতে যে কোন ভাল সুযোগ আসলে সাথে সাথে কাজে লাগান যায় । মানুষ অনেক সময় বিপদে পরলে ৩০ লাখ টাকার গাড়ি ১৫ লাখা টাকাও বা ৩০ লাখ টাকার ফ্ল্যাট ২০ লাখ টাকায় চোখের সামনে বিক্রি হতে দেখেছি । মনে রাখবেন ক্যাশ এমন এক জিনিস এর চেয়ে সুবিধে জনক আর কোন কারেঞ্চি বা অয়ে নাই ।

৫-নিজের জন্য- ২০ লাখ টাকা নিজের ইচ্ছে মত নিজের আরাম আয়েস, ভোগবিলাস বা নিজের উন্নয়নে বিনিয়োগ করুন । বাসার ফারনিচার, গাড়ি, কাপর চোপর, জুয়েলারি, বিদেশ ভ্রমন, এমন হরেক রকম ভাবে মনের ইচ্ছে মত খরচ করুন । মনে রাখবেন আপনি কিন্তু হাজার বছর বাচবেন না সুতরাং নিজেকে ঠকিয়ে সম্পদ করার মত বকা সিদ্ধান্ত নেয়া একেবারেই অনুচিত ।

এছাড়া আপনারা কে কি ভাবে তাদের জমান টাকা বিনিয়োগ করছেন ? আমার এখানে কি বাদ পরেছে বা কি যোগ করা যেত তা উল্লেখ করতে পারেন  । চলুক মুক্ত আলোচনা ।

Join The Discussion

Compare listings

Compare