বিষয়- গবেষণার প্রয়োজনীয়তা

বিষয়- গবেষণার প্রয়োজনীয়তা  ১১

একটি দেশ এগিয়ে যেতে সেই দেশের নিজস্ব গবেষণার বিকল্প নাই । অ্যামেরিকা, চিন, ভারত বিশাল অংকের টাকা খরচ করে গবেষণার পিছনে । আমাদের দেশে প্রায় সব বিজনেস প্রায় কপি পেস্ট বা বিদেশ থেকে ধার করা ডাটার উপর ভিত্তি করেই চলছে । বাংলাদেশে বিজনেস নিয়া কোথাও কোন গবেষণা সম্পর্কে কোন তথ্য জানা থাকলে দয়া করে কমেন্টে জানাতে পারেন, খুশি হব ।

আমরা কিছু ব্যাবসায়ি ও উদ্দক্তাগন মিলে যদি খুব ছোট করে একটি গবেষণাগার গড়ে তুলি তবে কেমন হয় ? আমাদের মধ্য যারা যে বিষয়ে ভাল জানি আমরা সে সেই বিষয়ের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে প্রজেকশন তৈরি করব । আপাদত জেনারেল ও আইটি এই ২ টি ক্যাটাগরি ভাগ করে তথ্য সংগ্রহ করে প্রাথমিক ভাবে এই কাজ শুরু করলে মনে হয় খারাপ হবে না ।

আমরা আপাদত ৫/৬ জন মিলে কাজটি করতে চাচ্ছি । ফোনে বিষয়টি নিয়া প্রাথমিক আলোচনা করতেই ২ জন এমন মন মানসিকতার ইতিমদ্ধ পেয়েগেছি, আর ৩/৪ জন পেয়ে গেলেই কাজটি শুরু করতে পারব । বিজনেস ভালবাসেন, বিজনেস নিয়া ভাবতে ভালবাসেন, সমস্যার সমাধান করতে ভাল লাগে, এমন যে কেই এই কাজ করতে পারেন ।

 

Join The Discussion

Compare listings

Compare