বিষয় – পার্টনারের সাথে বিনিয়োগে সতর্কতা ও করনিও ।

বিষয় – পার্টনারের সাথে বিনিয়োগে সতর্কতা ও করনিও ।

১। হুট করে নতুন পরিচিত হয়ে কখনো কোন বিনিয়োগ বা পার্টনারশিপ বিজনেসে যাবেন না । আন্দাজে কাউকে ভাল মনে করার কোন কারন নেই ।

২। সকল পার্টনারের অফিস ও গ্রামের বাড়ি ভিজিট করুন, আড্ডা দিন, মিটিং করুন, সবাই সবার আইডিয়া আলোচনা করুন, দেখেন সবার সাথে আপনার পরিকল্পনা মিলে কি না ?
৩। সকল লেনদেন ব্যাংকের বিজনেস একাউনটের মাধ্যমে করবেন কখনো কারো সাথে ক্যাশ টাকা লেনদেন করবেন না ।
৪। পার্টনার ২ জনের বেশি হলে কমপক্ষে ২/৩ জন ব্যাংকের চেক সিগনেটরি হবেন।
৫। বিনিয়োগ, দায়িত্ব, প্লান সবকিছু পার্টনারশিপ ডিডে (ষ্ট্যাম্প) লিখিত করার পরে আভিডেভিট করে নেবেন ।
৬। সবার টাকা জমা দেয়ার পরে বিজনেস শুরু করবেন । বিজনেস শুরুতে কোন লাভ আসবে না সুতরাং প্রায় ১ বছর বিজনেস পরিচালনার জন্য যথেষ্ট ক্যাশ আলাদা করে রাখবেন ।
৭। বিজনেস অভিজ্ঞতা নাই এমন কাউকে নেতৃত্ব দিতে দেবেন না । সবাই সব কাজ করবেন না, যে যে কাজ ভাল পারে তাকে সেই দায়িত্বে রাখবেন ।

৮। বিনিয়োগের জন্য একটা মুনাফা এবং কাজের জন্য একটা মুনাফা বা বেতন ঠিক করে নেন ।

৯। বেহিসেবি খরচ করে  এবং খুব  কৃপণ দুটাই খারাপ,  এমন লোকদের কখনই পার্টনার হিসেবে নেবেন না ।

১০। ভিতু, সাহস নাই, ধৈর্যহীন,   কোনদিন বিজনেস করে নাই এমন লোককে পার্টনার না বানানর পরামর্শ দিচ্ছি ।

Join The Discussion

Compare listings

Compare