বিষয় – ফেশবূকে ফেক আইডি – সবসময় মাথা খাটান ১০
ফেসবুক নিজেও ফেকআইডি পছন্দ করে না কিন্তু বাস্তবে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পর্যন্ত ফেক আইডি ঠেকাতে পারছে না, এখনও লাখ লাখ ফেক আইডি দেদারছে চলছে, সুতরাং এটা খুব সহজ কোন বিষয় না । আমরা চাইলেও সকল ফেক আইডি খুঁজে বেড় করতে পারব না অনেক সময়, কোন একটা পুরুষ একজনের নাম ও নরমাল যে কোন এক পুরুষের ছবি দিয়েও ফেক আইডি চলতে পারে যা এক দেখায় আপনি বুঝতেও পারবেন না সহজে, সুতরাং এর পিছনে সময় না দিয়ে আমরা কিছু পলিসি করলে ভাল ফল পেতে পারি ।
পরামর্শ
১- কাউকে ফেসবুক আইডি দেখে কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না । টাকা পয়সা, বিনিয়োগ, অনেক বেশি লাভ, এসব লোভনীয় কথা কেউ বললে অ্যাডমিনকে রিপোর্ট করুন ।
২- বাস্তবে দেখা না করে কারো সাথে কোন বিজনেস বা চুক্তি করতে যাবেন না, দেখা হবার আগ পর্যন্ত কাউকে ভাল মন্দ আন্দাজ করতে যাবেন না ।
৩- ফেসবুকে যে কেউ প্রতারনা করতে পারে সুতরাং এসব রিয়েল ফেক আইডি বাদ দিয়া সবসময় সাবধান ও সতর্কতা অবলম্বন করলে যে কোন বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবেন ।
৪- আপনাকে সাধারণত যারা বাঁশ দেবে তারা অপরিচিত কেউ না বরং পরিচিত হবার পরেই বাঁশটা ঢুকায় সুতরাং সব সময় সাবধান ।
মানুষ কেন ফেক আইডি ব্যাবহার করে ?
১- অনেক সময় নিজের পরিবার বা আত্মীয় স্বজন থেকে গোপন থাকতে অনেকে এটা করে থাকে ।
২- অনেকে নিজের কোন বিজনেসের প্রচারের জন্য নিজের নাম বাদ দিয়ে অন্য নামে বা তার বিজনেসের নামে আইডি চালায় ।
৩- অনেকে মানুষের টার্গেটে যাতে না পড়ে সেজন্য এই কাজ করে থাকে ।
৪- যে কোন অন্যায় বা প্রতারনা করার জন্য বেশিরভাগ মানুষ এই কাজ করে থাকে