বিষয় – বাংলাদেশ ও শূন্য থেকে শুরু গ্রুপ নিয়ে আমাদের স্বপ্ন 😘😘😘 ৬
শুধু নামে না যখন কাজের মধ্য প্রমান হবে যে এই গ্রুপের সবাই নিজেকে জব বা বিজনেসের জন্য নিজেদেরকে উপযুক্ত করে গড়ে উঠে নিজ নিজ সেক্টরে সফলতার সাথে কাজ করে নিজের ভাগ্যের উন্নয়ন করছেন । তখন এ গ্রুপ সফল হয়েছে বলে মনে করব । তখন সবাই খুশি মনে আমাদের এই গ্রুপে যোগ দিতে থাকবে । আমাদের এই গ্রুপ দেশের সবচেয়ে বড়, কার্যকর, জনকল্যাণ হিসেবে প্রতিষ্ঠা পাবে, বেকারদের সাথে আকার (া) লেগে যাবে, হাজার পতি হবে লাখপতি আর লাখপতি থেকে কোটিপতি, এ এক দারুন স্বপ্ন । সেদিন আমরা সরকারের সাথে আলোচনা করব দেশে আলাদা শ্রম আইন ও শ্রম আদালত প্রতিষ্ঠা করার জন্য ।
ইউরোপ অ্যামেরিকার মত আইন হবে । কেউ রিক্সা ওয়ালা, রাজ মিস্ত্রি, ফ্রি-লেন্সার, মেকানিক বা দোকান দার এক কোথায় কোন পেশাকে অপমান করে কথা বলতে পারবে না কেউ কারো গায়ে হাত তুলতে পারবে না । তখন দেশে সকল পেশার মানুষ তাদের কাজের ন্যায্য দাবি বুঝে পাবে । কোন মালিক কোন শ্রমিককে ঠকাতে পারবে না কেউ ঠকালে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হবে ।
খেটে খাওয়া মানুষগুলো সম্মানের সাথে কাজ করে খেয়ে পরে সুখে শান্তিতে বেঁচে থাকবে, কেউ বিদেশ যেতে চাইবে না ঘুষ দিয়ে চাকুরি নিতে চাইবে না সেই টাকা দিয়ে নিজে বিজনেস করবে নিজের ভবিষ্যৎ নিজে গড়বে ।
বিনীত আহবান – ভালবাসা সবার জন্য যারা গ্রুপটিতে সময় দিয়ে যাচ্ছেন । গ্রুপের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি পোষ্ট, কমেন্ট, লাইক ও শেয়ার করার জন্য বিনীত আহবান করছি ।
কপিরাইট Khandokar Robi
Founder and Managing Director