বিষয় – বেকারত্ব দেশের মানুষের চিন্তা ও বাস্তবতা । ১৮
বাংলাদেশে অনেক বেকার আছে যারা পরিবার ও সমাজের কথা চিন্তা করে অনেক কাজ করতে সাহস পায় না, লজ্জা পায়। এদেশে কাজ কে মানুষ সম্মান করে না, অনেক পেশা বা কাজ কে খুব ছোট করে দেখে । সমাজ শিল্পপতিদের স্যার স্যার করলেও ছোট ব্যবসায়িদের সম্মানের চোখে দেখে না । অনেকে সমাজের হিসাবে ছোট বিজনেস বা অনলাইনে ফ্রি-ল্যান্সিং করে বেকারত্বের বেড়াজাল ছিন্ন করলেও অনেক মেয়ের বাবা এমন ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না, যা অনেক হাই লেভেলের বোকামি ছাড়া আর কিছু না।
বাস্তব ঘটনা আমাকে বগুড়ার একটি ছেলে বলেছে ভাই বেতন দেয়া লাগবে না শুধু একটা এপয়েন্টমেন্ট লেটার দেন আপনার কোম্পানি থেকে, তা না হলে মেয়ের বাপ মেয়েকে আমার সাথে বিয়ে দিচ্ছে না। মেয়ের বাবার এক কথা ছেলেকে চাকরি জীবি হতে হবে । অথচ উন্নত বিশ্বে সবাই সব রকমের কাজ করছে। প্রেসিডেন্ট ওবামার মেয়ে হোটেলে কাজ করেছে । আমাদের দেশে এমনটা চিন্তাও করা যায় না।
আমরা সবাই চাইলে পুরাতন এই চিন্তা-চেতনা বদলে দিয়া সম্ভব । আমি সমাজের সকল মানুষদের সচেতন করতে চাই- যাতে করে সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। সবাই যেন সকল পেশাকে সম্মানের চোখে দেখে। যাদের সাহস ও সামর্থ্য আছে তারা যেন বেকার না থেকে যে কোন কাজ বা ব্যবসায় নেমে পরে। আমরা তথ্য উপাত্ত ও পরামর্শ দিয়ে সকল পেশাজীবি ও ব্যবসায়ীদের পাশে দারাতে চাই। এ কাজে যে যে ভলেন্টিয়ার হিসেবে সহযোগিতা করতে চান তারা কমেন্ট করতে ভুলবেন না, আর কোন উপদেশ থাকলে তা অবশ্যই লিখবেন।
সবাই যেন তার পেশা ও কর্মদক্ষতার জন্য সমাজে সম্মানিত হয়। উপরোল্লিখিত মহান উদ্যেশ কে সামনে রেখে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা আমার কাম্য । প্রাথমিকভাবে এখনও এই আন্দোলন বা এই গ্রুপের নাম ঠিক করতে পারিনি। আপনারা নাম সাজেস্ট করলে খুশি হব । নামটা যেন খুব ছোট, অর্থবহ ও সুন্দর হয়।