বিষয়- যে কোন মানুষকে বশীকরণ মন্ত্র ৪০

বিষয়- যে কোন মানুষকে বশীকরণ মন্ত্র ৪০

********প্রথমে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি ।

এক কোম্পানির নিউ সেলসম্যান সাড়া দেশের ডাক্তার এর লিষ্ট দেখতে চাইলেন। দেখলেন সেখানে দেশের এক নামকরা বড় ডাক্তার আছেন যিনি কক্ষনই এই কোম্পানির কোন ঔষধ লেখেন না। সেলস টিম এর একটাই কথা উনি কোম্পানির ঔষধ এর নাম লেখেন না কোম্পানির কারো সাথে দেখাও করেন না।

তিনি নিজে খুজে বের করলেন যে ওই ডাক্তার কি কি করতে খুব পছন্দ করেন । দেখা গেল ডাক্তার ফুটবল খেলতে খুব পছন্দ করেন । সেদিন থেকে ওই ডাক্তার বিকালে যে মাঠে ফুটবল খেলতে যান সেই মাঠে গিয়া ফুটবল খেলা শুরু করলেন ।
প্রথম কিছু দিন কথা না বললেও সপ্তাহ খানেক পরে ডাক্তার উনার সাথে কথা বলা শুরু করলেন । দেখা গেল ডাক্তার সাহেব খুব ট্রাভেল গল্প পছন্দ করেন তিনি খেলার পাশা পাসি তার সাথে ভ্রমন বিষয়ক গল্প করতে লাগলেন । কোন কোন দেশে গিয়েছেন কোন দেশের কি ভাল সব জেনে জেনে বিকেল বেলা এসে খলতে লাগলেন আর গল্প করলেন ।
মাস খানেক পরে ডাক্তার নিজেই উল্টা জানতে চাইলেন তিনি কি করেন কোথায় থাকেন ? তিনি বললেন এক ঔষধ কোম্পানিতে আছেন । ডাক্তার নিজেই জেনে নিলেন তার কোম্পানি কি কি ঔষধ তৈরি করেন ? অবশেষে হাসি মুখে তার অফিসে আসার আমন্ত্রন জানালেন ।

শিক্ষা –
১। মানুষকে বস করতে চাইলে তাকে সময় দিন ।
২। তার পছন্দ কে সম্মান করুন ও ভালবাসুন ।
৩। তার পিছে লেগে থাকুন ।

লিখেছেন – Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare