ব্যর্থতার সবচেয়ে বড় জ্বালা হচ্ছে, একজন অযোগ্য লোকও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে ১৩৪

ব্যর্থতার সবচেয়ে বড় জ্বালা হচ্ছে, একজন অযোগ্য লোকও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে ১৩৪

“বাস্তব অভিজ্ঞা”
ব্যর্থতার সবচেয়ে বড় জ্বালা হচ্ছে, একজন অযোগ্য লোকও আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে, স্বয়ং পথভ্রষ্ট নিজেও আপনার পথের ভুল ধরিয়ে দিতে আসবে; এমনকি ব্যর্থ লোকটিও আপনাকে সফলতার পথ দেখাতে চাইবে। জীবনে সার্টিফিকেট চোখে না দেখা লোকটিও আপনার সার্টিফিকেট নিয়ে তামাশা করবে। তখন মনে হবে মাটির নিচে ঢুকে যেতে, কখনো কখনো ইচ্ছে হবে মরে যেতে। এসব হতাশায় যারা একসময় বলেছিল- “মরে যেতে ইচ্ছে করছে “, তারা আজো বেঁচে আছে। কেউ কেউ সফল হয়ে খুব ভালভাবেই বেঁচে আছে।সময়মত চুপ থাকুন, শুধু চ্যালেঞ্জটা নিন। যারা আজ আপনার স্বপ্ন কেড়ে নিতে চায়, একদিন তারাই আপনার কথায় স্বপ্ন দেখবে। যারা আজ আপনার ব্যর্থতাকে নিয়ে তাচ্ছিল্য করছে, তাদের তা করতে দিন। নিজেকে শুধু প্রস্তুত করুন এমনভাবে, আজ যারা আপনাকে তাচ্ছিল্য করছে ভবিষ্যতে তাদেরকেই যেন পরামর্শের জন্য আপনার কাছ আসতে হয়। সফলতা হল হিংসুকদের বিরুদ্ধে নেয়া ইতিহাসের সেরা প্রতিশোধ। এতে রক্ত ঝড়বে না, কেউ খুন হবে না, শুধু হিংসুক জ্বলে পুড়ে জীবন্ত লাশ হয়ে ছাই হয়ে বেঁচে রইবে আপনার সফলতায়।
likhecen – Mohiuddin Khan Parvez

Join The Discussion

Compare listings

Compare