ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দুজনের মৃত্যু ????? ১৫৬

ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দুজনের মৃত্যু ????? ১৫৬

ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দুজনের মৃত্যু ????? বাংলাদেশে কতজন ????????? শহরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে । এখন ঢাকা শহর ধুলোর শহরে পরিণত হয়েছে ।
মূলত নগরায়ণ, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলোবালি, শিল্পায়নসহ অন্যান্য কাজের কারণে শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। তবে বায়ুদূষণের ক্ষেত্রে এছাড়াও দায়ী কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র। এ দূষণ শহরবাসীর স্বাস্থ্য ও প্রজননক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে। শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিসের মতো রোগের দ্রুত বিস্তার ঘটছে।

Join The Discussion

Compare listings

Compare