ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দুজনের মৃত্যু ????? ১৫৬
ভারতে বায়ুদূষণে প্রতি মিনিটে দুজনের মৃত্যু ????? বাংলাদেশে কতজন ????????? শহরে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে । এখন ঢাকা শহর ধুলোর শহরে পরিণত হয়েছে ।
মূলত নগরায়ণ, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজের ধুলোবালি, শিল্পায়নসহ অন্যান্য কাজের কারণে শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। তবে বায়ুদূষণের ক্ষেত্রে এছাড়াও দায়ী কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র। এ দূষণ শহরবাসীর স্বাস্থ্য ও প্রজননক্ষমতার ওপর বিরূপ প্রভাব ফেলছে। শ্বাসকষ্ট ও ব্রঙ্কাইটিসের মতো রোগের দ্রুত বিস্তার ঘটছে।