“মানুষের মাঝে গড়ে ওঠা সম্পর্কগুলা সম্ভবত বিনিময়-প্রথা মেনে চলে না … ৬৩

“মানুষের মাঝে গড়ে ওঠা সম্পর্কগুলা সম্ভবত বিনিময়-প্রথা মেনে চলে না … ৬৩

“মানুষের মাঝে গড়ে ওঠা সম্পর্কগুলা সম্ভবত বিনিময়-প্রথা মেনে চলে না … এই কারণেই তুমি কাউকে খুব বেশি মূল্য দিলে বিনিময়ে সেই মানুষটাও তোমাকে মূল্য দিবে – এটা আশা করা যায় না !!

প্রত্যেকটা মানুষের প্রায়োরিটির লিস্ট আলাদা … তোমার লিস্টে যে মানুষটার নাম ১ নাম্বারে আছে, তুমি হয়তো তার লিস্টেই নেই … তোমাকে এই কঠিন সত্যিটা সহজে মেনে নিতে হবে … মেনে নেয়ার নামই জীবন !!

কাউকে খুব বেশি পরিমাণে গুরুত্ব যদি দাও, তাহলে নিঃস্বার্থভাবেই দিও … কাউকে খুব বেশি কেয়ার করে নিজেও তার কাছ থেকেও অমন কেয়ার পাওয়ার আশা করো, তাহলে কষ্ট পেতে হবে … অনেক রকমের কষ্ট আছে এই পৃথিবীতে … আশাভঙ্গের কষ্টটা সহ্য করা বড্ড কঠিন !!

এই পৃথিবীতে শুরুতেই মানুষ চেনা যায় না … শুরুতেই তুমি টের পাবে না, তুমি যাকে গুরুত্ব দিচ্ছো, প্রায়োরিটি দিচ্ছো, সে আসলেও তোমার দেয়া প্রায়োরিটির মর্যাদা রাখে কিনা !!

ঠিক যে মূহুর্তে তুমি মানুষ চিনতে পারবে, ঠিক যে মূহুর্তে তুমি টের পাবে, তুমি ভুল মানুষ কে গুরুত্ব দিচ্ছো … ঠিক সেই মূহুর্তেই থেমে যেও … দেরি না করেই থেমে যেও !!

এই পৃথিবীতে ভালো থাকার জন্য শুধু চলতে জানলেই হয় না … থামতেও জানতে হয় … স্রোতের টানে ভুল পথে ভেসে গেলে আর ফেরত আসা যায় না … আর ফেরত আসা হয় না !!” 🙂

Collected from- PRIO BORO BHAI sagor chowdhury

Join The Discussion

Compare listings

Compare