মানুষ বোকা 😥 ……. নয়ত কি ??!!! সম্পদ নিয়ে কিছু কথা  

মানুষ বোকা 😥 ……. নয়ত কি ??!!! সম্পদ নিয়ে কিছু কথা  ১৯

পরিবার ও নিজেকে বঞ্চিত করে রাত দিন গাধার মত খেটে, জীবন যৌবন নষ্ট করে, রক্ত পানি করা শ্রম দিয়ে এত এত জমি-জমা, বাড়ি-গাড়ি ও সম্পদ করে লাভ কি ? আপনি মারা যাবার পড়ে এই টাকা আপনার কি কাজে আসবে ? হয়ত বলবেন সন্তানেরা সুখে থাকবে, শান্তিতে থাকবে !!!!
ভুল সবই ভুল ।

নিজে সম্পদ গড়তে গিয়ে কবরের দিকে ধাবিত হচ্ছেন । আর পরবর্তী প্রজন্ম বিনা-পরিশ্রমে অগাধ সম্পদের মালিক হয়ে হয়ত অমানুষে পরিনত হবে, নয়ত সম্পদ রক্ষা করতে গিয়ে নানান বিরোধে জড়া্বে, বা দুর্বল হলে লোকে বেদখল করবে আপনার সন্তানদের নির্যাতন করবে, এমন ও হতে পারে- সব বিক্রি করবে আর বসে বসে খাবে………………।

এই আমার যা কিছু দেখছেন সব নিজে কামলা দিয়ে করেছি । আমার বাবা আমার জন্য কোটি কোটি টাকা রেখে যায় নাই, কিন্তু আমাকে কাজ করতে শিখিয়েছে, নির্লজ্জের মত যে কোন কাজ হাসি মুখে করতে পারি । আমি কোনদিন বেকার থাকিনি, কারন যখন যে কাজ পেয়েছি সে কাজি করেছি ।

সুতরাং
আপনার সন্তানদের শিক্ষিত ও কর্মঠ করে গড়ে তুলুন। অতিরিক্ত টাকা থাকলে মানুষকে সাহায্য করুন, ভ্রমন করুন, মন যা চায় তাই করুন, নিজেকে শান্তি দিন, নিজেকে ভালবাসুন । মনে রাখবেন আপনাকে আপনার মত কেউ ভালবাসে না এমন কি আপনার সন্তানরাও 😥না😥 ।

Join The Discussion

Compare listings

Compare