মেয়ের বাবাকে একটি পরামর্শ ৩৬

মেয়ের বাবাকে একটি পরামর্শ ৩৬

মেয়েকে ডাকে #রাজকন্যা । মেয়ে বই পড়ে, নাটক, সিনেমা দেখে রাজকন্যারা কি কি করে ? কি কি পোশাক পড়ে ? কি কি খায় ? কেমনে ঘুমায় ? সব শিখে রাখে আর স্বপ্ন দেখে তার একদিন কোন এক রাজার ছেলের সাথে বিয়ে হবে । সেই রাজপুত্র উনাকে রাজকন্যার মত রাখবে !!!

ওই মিয়া আপনি কোন রাজ্যের রাজা ? আর
আপনার মাইয়া কোন রাজার মাইয়া ?
আপনি কি সম্রাট শাহজাহান নাকি সম্রাট আকবর ?

আপনি নিজে কোন রাজার ঘরে জন্মান নাই । আপনি নিজে কোন রাজা না, আপনার কোন রাজ্য নাই আর আপনার মাইয়া কোন রাজকন্যা না । সময় থাকতে মেয়েকে বাস্তবতা শেখান। আপনার মেয়েকে রাজকন্যা না তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন । তাকে মানুষের মত মানুষ করতে আপনার ভূমিকা সব চেয়ে বেশি গুরুত্ব পূর্ণ ।
অভার এক্সপেকটেশন মানুষকে অমানুষ করে দেয় । সময় থাকতে তাকে শেখান যে জগতের বাকি সব মানুষদের মত সেও একজন মানুষ মাত্র তাহলে মেয়ে অন্যদের সম্মান করতে শিখবে । আর ১০ জন মেয়ের মত সেও এক সাধারণ বাবার মেয়ে তবে সে নিজেকে সাধারণ ভাবতে শিখবে, সামান্য তে তুষ্ট হতে শিখবে । একদিন সবার মত তাকেও জগতের মায়া ছেরে চলে যেতে হবে তবে সে বিনয়ী হতে শিখবে । সময় থাকতে তাকে বাস্তবতা শেখান । নইলে জীবন তাকে নিজে থেকে শেখাবে কিন্তু সেটা হবে বড়ই নিষ্ঠুর ।

Join The Discussion

Compare listings

Compare