যদি কোন মানুষকে খুব চিনতে ইচ্ছে করে তবে — “তার সাথে টাকার লেনদেন কর, ৫৭
যদি কোন মানুষকে খুব চিনতে ইচ্ছে করে তবে — “তার সাথে টাকার লেনদেন কর, সে তার নিজের মানুষদের সাথে কেমন আচরন করে সেটা খেয়াল কর – তাকে চিনতে পারবে” —Khandokar Robi
“বন্ধুকে দিলে ধার তা ফিরে আসেনা আর” এই কথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত । কিন্তু কেন এমন হবে ? কেন বন্ধুকে ধার দিলে তা ফেরত আসবে না ? বন্ধু কেন টাকাটা ফেরত দেয় না ? কখনও কি একটুও ভেবে দেখেছেন ? তবে বলি শুনুন কেউ আপনার আমার পরিচিত বা ক্লাস মেট বলেই যে খুব ভাল মানুষ হবে বেপারটা এমন নয় । তাই আমাদের কাছে বন্ধু হিসেবে পরিচিত অনেক অমানুষ আছে যারা টাকা ধার নিয়ে ফেরত কেন , খুব বেশি পরিমানে টাকা হাতে পেলে আপনাকে খুন করতেউ দিধা করবে না ।
মানুষ অন্যর সামনে সাধারণত একটু স্বাভাবিক বা ভাল থাকার চেষ্টা করে তাই একটু মাথা খাতিয়ে কথা বলে বা আচরন করে কিন্তু তার খুব কাছের মানুষ যেমন স্ত্রী, সন্তান, দারোয়ান, বাসার ড্রাইভার, লিফট ম্যান এদের সাথে কে কিভাবে কথা বলে সেটা একটু খেয়াল করুন । দেখবেন আপনার সামনে খুব ভদ্র লোকটি এইসকল লোকদের সাথে খুব সুন্দর আচরন করছেন কি না ?
এছাড়া আর কি কি উপায়ে আমরা ভালমানুষ আর খারাপ মানুষদের চিনতে পারবো বলে মনে করেন সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু । আপনার কমেন্ট থেকে অনেকেই ভাল কিছু শিখতে পারবে এটা আমার বিশ্বাস / সবাই ভাল থাকুন ।