যারা খাবারের বিল টা আগে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপছে পড়ছে ১৪৩
যারা খাবারের বিল টা আগে দিতে চায়, তার মানে এই নয় যে তার টাকা উপছে পড়ছে – আসলে সে টাকার চেয়ে বন্ধুত্ব কে বড় মনে করে।
যে আগে থেকেই কাজ করে ফেলে তার মানে এই নয় যে, সে বোকা – আসলে তার দায়িত্ববোধ বেশী।
যে জগড়া বা বাক বিতন্ডার পর প্রথমে মাফ চেয়ে নেয়, তার মানে এই নয় যে তার অপরাধ বেশী – আসলে সে মানুষ কে মূল্যায়ন করতে পারে।
যে তোমাকে সাহায্য করতে চায়, তার মানে এই নয় সে লোভী – আসলে সে বন্ধুত্ব করে সম্পর্ক করতে চায় এবং তোমাকে প্রকৃত বন্ধু মনে করে।
একদিন আমারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, কিন্তু আমাদের আচরণ ও ভালোবাসাগুলো থেকে যাবে। কেউ না কেউ স্মরণ করবে – -” এই সেই ব্যক্তি যার সাথে আমার কিছু সুখকর স্মৃতি আছে। ”
চেষ্টা করুন সেই রকম মানুষ হয়ে বেঁচে থাকার,
নিজের চিন্তা ভাবনা বদলান, সাফল্য আপনার নিকট ধরা দিবেই।
collected – Chandan Ghosh
7 hrs · Lekha #Niiaz_ahmed Vai er.