যারা ভাবছেন ফেসবুকে কেমন পোস্ট লেখা উচিৎ ৫৯
যারা ভাবছেন ফেসবুকে কেমন পোস্ট লেখা উচিৎ তাদের ক্ষেত্রে বলব – আপনি অবশ্যই আপনার সেক্টর, আপনার জীবনের সাথে সম্পর্ক যুক্ত, আপনার ইচ্ছা এবং ভালালাগে এমন বিষয়ে লিখবেন ।
–
এই মহা বিশ্ব অনেক বড় এখানে এমন আজব রকম ও রুচির মানুষ আর আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না । আর আপনার লেখা সবার কাছে গ্রহণ যোগ্য হতে হবে এটা ভাবার কোন প্রয়োজন নাই । আপনি যেটা সঠিক বলে মনে করেন বা সত্য বলে জানেন আপনি সেটাই লিখুন । এতে সাময়িক সমস্যা মনে হলে ও অবশেষে আপনিই জয়ী হবেন ।
মনে মনে কি ভাবছেন ? সবার পছন্দ অনুযায়ী না লিখলে পোষ্ট এ লাইক, কমেন্ট, ফোলোয়ার কমে যাবে ?
তবে শুনেন- প্রথম কথা হল আপনি কেন দুনিয়ার কেউই কোনদিন সবার পছন্দ অনুযায়ী লিখতে পারে নাই পাড়বেঊ না । রবীন্দ্রনাথ কি সবার পছন্দের লেখক ? উইলিয়াম শেক্সপীয়ারের লেখা কি সবাই পরে ? পৃথিবীর অনেক লেখক আছে যাদের লেখা পড়া তো দূরের কথা হয়ত তার নামই আমঈ-আপনি এই জন্মে শুনী নাই কিন্তু তাতে সেই লেখকের কোন সমস্যা হয় নাই। সবাই সবার লেখা পড়ে না । সবার লেখা সবার ভাল লাগে না । একেক মানুষের রুচি, চাহিদা, পছন্দ ও জ্ঞানের পরিধি ও ক্ষেত্র একেক রকম । আপনি আপনার মত করে লিখে যান । যাদের চিন্তা, চেতনা, আদর্শ আপনার সাথে মিলে যায় তারা আপনার লেখা পড়বে আপনাকে খুঁজবে, আপনাকে ভালবাসবে, আপনার প্রয়াণে অশ্রু বিসর্জন দেবে ।
যারা ভাবছেন ফেসবুকে কেমন পোস্ট লেখা উচিৎ তাদের ক্ষেত্রে বলব – আপনি অবশ্যই আপনার সেক্টর, আপনার জীবনের সাথে সম্পর্ক যুক্ত, আপনার ইচ্ছা এবং ভালালাগে এমন বিষয়ে লিখবেন ।
–
এই মহা বিশ্ব অনেক বড় এখানে এমন আজব রকম ও রুচির মানুষ আর আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না । আর আপনার লেখা সবার কাছে গ্রহণ যোগ্য হতে হবে এটা ভাবার কোন প্রয়োজন নাই । আপনি যেটা সঠিক বলে মনে করেন বা সত্য বলে জানেন আপনি সেটাই লিখুন । এতে সাময়িক সমস্যা মনে হলে ও অবশেষে আপনিই জয়ী হবেন ।
মনে মনে কি ভাবছেন ? সবার পছন্দ অনুযায়ী না লিখলে পোষ্ট এ লাইক, কমেন্ট, ফোলোয়ার কমে যাবে ?
তবে শুনেন- প্রথম কথা হল আপনি কেন দুনিয়ার কেউই কোনদিন সবার পছন্দ অনুযায়ী লিখতে পারে নাই পাড়বেঊ না । রবীন্দ্রনাথ কি সবার পছন্দের লেখক ? উইলিয়াম শেক্সপীয়ারের লেখা কি সবাই পরে ? পৃথিবীর অনেক লেখক আছে যাদের লেখা পড়া তো দূরের কথা হয়ত তার নামই আমঈ-আপনি এই জন্মে শুনী নাই কিন্তু তাতে সেই লেখকের কোন সমস্যা হয় নাই। সবাই সবার লেখা পড়ে না । সবার লেখা সবার ভাল লাগে না । একেক মানুষের রুচি, চাহিদা, পছন্দ ও জ্ঞানের পরিধি ও ক্ষেত্র একেক রকম । আপনি আপনার মত করে লিখে যান । যাদের চিন্তা, চেতনা, আদর্শ আপনার সাথে মিলে যায় তারা আপনার লেখা পড়বে আপনাকে খুঁজবে, আপনাকে ভালবাসবে, আপনার প্রয়াণে অশ্রু বিসর্জন দেবে ।