যেই যেই ভাবে প্রতারিত হতে পারেনঃ ৩৯
১. আপনার যাত্রি বিদেশ যাচ্ছে। ফ্লাইটের নির্ধারিত সময় পার হবার পরপরই এয়ারপোর্ট থেকে ফোন পেলেন, আপনার যাত্রি টিকেট হারিয়ে ফেলছে। এখনই নতুন টিকেট না করলে যেতে পারবে না। ইমার্জেন্সি বিকাশ করতে হবে। আপনি যাত্রির সাথে কথা বলতে চাইলে, হাংকি বাংকি বলবে। যাত্রি টিকেট হারিয়ে অজ্ঞান, বেদিশা কিংবা অজ্ঞান পার্টি অজ্ঞান করে টিকেট নিয়ে গেছে, এখও হুশ আসে নাই। আপনারে বুঝতে হবে এখন ই-টিকেটের যুগ। টিকেট হারালেও কোন সমস্যা নেই। মূলতঃ টিকেটের কেনার সময় প্রদত্ত ইমার্জেন্সী নাম্বার (আপনারটি) এ চক্রটি কোন না কোনভাবে সংগ্রহ করে থাকে এবং যাত্রি ফ্লাইটে ওঠে মোবাইল বন্ধ করার পর এ নাটক শুরু করে।
২. যাত্রি চলে গেছে। আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের নামে ফোন পেলেন, যাত্রিকে ম্যাজিস্ট্রেট আদম বলে আটকে দিয়েছে। এক লাখ টাকা জরিমানা করছে। বিকাশ না করলে এক্ষুণি জেলে যাবে, আর জরিমানা দিলে সশরীরে বাড়ি ফেরত যাবে। পাঠিয়ে দিলেন। চার-পাঁচ ঘন্টা পর যাত্রী আপনারে ফোন করে বললেন, ভাইয়া আমি ঠিকঠাক মত সৌদি পৌঁছছি। আপনি বেহুশ… 🙁
কি করবেন?
১. মাথা খাটান
২. লোভ সামলান
৩. নিকটস্থ থানায় জিডি করুন
৪. প্রয়োজনে আমাদেরকে নক করুন
(জেনে রাখা ভালো, এসব প্রতারকরা এয়ারপোর্টের আশেপাশেই আসে না। ঢাকায় দূরবর্তী এলাকায় কিংবা আশেপাশের জেলায় বসে বসে প্রতারণার জাল বুনে)
Magistrate all airport of Bangladesh
COLLECTED