রেস্টুরেন্টে খেয়ে ৫০ টাকা বকশিস দেই, ১৫৫

রেস্টুরেন্টে খেয়ে ৫০ টাকা বকশিস দেই, ১৫৫

আমরা ……..
রেস্টুরেন্টে খেয়ে ৫০ টাকা বকশিস দেই,
আবার ৫ টাকার জন্য রিক্সাওয়ালারে পেটাই !!
অচেনা মেয়েটাকে মাল মনে হয় ! আবার ঘরের বউকে
নিয়ে বের হলেও বখাটেদের ভয়ে নার্ভাস ফীল হয় !!
সিটিং সার্ভিস বাসে ধাক্কা মেরে উঠি আবার
বসার পর গেইট লক বলে ড্রাইভারকে ই মারি !
বাবার পকেট মেরে বোতল পার্টি পাঁচশ টাকা চাঁদা!
আর ছাত্র ভাড়া ৫ টাকা চাইলেই হেল্পারের দাত ফাঁকা !
রংপুর কুড়ি গ্রামে শীত বস্ত্র পাঠায় অথচ ঘরের
ফ্লোরে শোওয়া কাজের ছেলেটা বিবস্ত্র ঘুমায় !
লোক দেখানো না অসহায়ের মুখে
হাসি ফোটানো সত্যিকারের মহত্ব।
ধরেন আপনার বাড়ির গেইটে রাখা এক কলস
ঠান্ডা পানি তাতে লেখা টাকা লাগবেনা।
কোন এক ক্লান্ত পথচারী লেখাটা দেখে থমকে গেল,
আপনার রাখা কলসি থেকে এক গ্লাস পানি খেয়ে
তাকিয়ে থাকল আপনার গেইটের দিকে!
দৃশ্যটা হয়তো আপনি দেখবেন না তবে উপর থেকে
অদৃশ্য কেউ একজন পরম আনন্দে বসে বসে সে দৃশ্য
দেখছে।
ধরেন না বাড়ির পুরানো জামা কাপড় বই খাতা কিংবা
খেলনা পাতি কেজি দরে বিক্রি করে কয় টাকাই আর
পাবেন, থাকেনা এমন কিছু মানুষ আসে পাশে যাদের
এসব নতুন কেনার সামর্থ নেই!
একবার ভাবেন তো নেহায়েত মডেল পুরান হয়ে গেছে
বলে যে জামাটা আপনি ফেলে দিচ্ছিলেন সে জামাটা যদি কারো হাতে তুলে দেন…..?
মা দেখো জামাডা কিন্তু নতুনই কোন ছেড়া ফেরা নাই,
আফায় আমারে দিছে। মানুষটা কত ভাল তাইনা মা?
pic – Rajshahi University
Collected from Facebook

 

Join The Discussion

Compare listings

Compare