লেখাপড়া করেনি এমন মানুষের মধ্যে মাত্র ২.২ শতাংশ আর উচ্চশিক্ষিতদের মধ্যে ৯ শতাংশ বেকার।  ১৪৫

লেখাপড়া করেনি এমন মানুষের মধ্যে মাত্র ২.২ শতাংশ আর উচ্চশিক্ষিতদের মধ্যে ৯ শতাংশ বেকার।  ১৪৫
…………………………………………………
দেশে বুককিপার, হিসাব রক্ষক, টেলার, সুপার ভাইজার, অফিসার, পিওন, দারোয়ান সহ টেবিল চেয়ারে বসে যে কোন কাজ করার জন্য হাজার হাজার প্রার্থী থাকার পরেও বিভিন্ন
বিশ্ববিদ্যালয় হাজার হাজার ছেলে মেয়েদের ভুগল, ইতিহাস, নৃবিজ্ঞান, রাষ্ট বিজ্ঞান, মনবিজ্ঞান, পরিসংখ্যান বিষয়ে পড়াচ্ছে যাদের বিষয় ভিত্তিক কোন কাজের সুযোগ নাই ।
আমাদের মত শ্রমঘন অর্থনীতির দেশে যা দরকার তা হল — কৃষি, শিল্প ও সেবা খাতে দক্ষ শ্রমিক, প্রশিক্ষিত ড্রাইভার, গাড়ি/মেশিন মেকানিক, লেদ মিস্ত্রি, বডি মিস্ত্রি, রাজ মিস্ত্রি, রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, কম্পিউটার মেকানিক, ইলেকট্রিক মেকানিক, ডেলিভেরি ম্যান সহ বিশেষ কাজে পারদর্শী লোক । কারন ৮৬ শতাংশের বেশি কর্মসংস্থান অপ্রাথিষ্ঠানিক খাতে আর প্রাথিষ্ঠানিক মাত্র ১৩.৮ শতাংশ কাজ করেন।
#উপায় — দেশের শিক্ষা সিস্টেম টাই অনুপযোগী ও অকার্যকর এটা বদলাতে হবে । সকল বিশ্ব বিদ্যালয়ে উচ্চশিক্ষার আসন কমাতে হবে । উচ্চ শিক্ষায় অযাথা বিনিয়োগ না করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষায় বিনিয়োগ করতে হবে । ছাত্রদের শেখাতে হবে কাজেই মুক্তি, কাজেই সমৃদ্ধি, কাজে লজ্জা নয় লজ্জা হচ্ছে দারিদ্রতায় আর বেকারত্তে । ছাত্রদের শিক্ষা জিবনেই পার্ট টাইম কাজের সুযোগ ও অভ্যাস গড়ে তুলতে হবে । জব মানেই অফিসে এসির বাতাসে বসে কাজ করতে হবে এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে । আমার পরিচিত অনেক কোম্পানি আছে যেখানে ১৩/১৫ হাজার টাকা বেতন দিয়েও পরিশ্রমী কাজের লোক মিলে না । যদিও মিলে তারা আবার সার মানুষ কাজ করতে লজ্জা করে । ইউরোপ, আমেরিকার দিকে তাকিয়ে দেখুন তারা সব কাজ সম্মানের সাথে করছে আর আমাদের দেশের সার্টিফিকেটওয়ালা রাজপুত্রদের কাজ করতে লজ্জা লাগে ।
লেখক কপিরাইট Khandokar Robi

Join The Discussion

Compare listings

Compare