লোকে শোমাণ না করলে কি করবেন ? ২৭
অনেক সম্মানি ব্যাকতি আছেন যিনি আমাদের কাছে অনেক সম্মানের পাত্র হলেও তার আপন আত্মীয় স্বজন বা নিজ এলাকায় তেমন সম্মানিত না । আপনার ক্ষেত্রেও এমন হতে পারে । তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ?
সবাই সবাইকে বুঝার সামর্থ্য রাখে না । আরও একটু সহজ করে বলি মুদি দোকানের আটা বা ময়দা সবাই দেখা মাত্রই চিনলেও পর্যায় সারনির বিশেষ দুষ্প্রাপ্য মৌল ইউরেনিয়াম কিন্তু দেখা মাত্রই সবাই চিনতে পারবে না । সবাই সাধারণত আটা ময়দা দেখে অভ্যাসত হলেও ইউরেনিয়ামের মত রাসায়নিক পদার্থ সবাই দেখা তো দুরের কথা অনেকে আছে হয়ত বা নামই শুনে নাই । আটা ময়দার মূল্য সবার কাছে থাকলেও সাধারণ মানুষের কাছে ইউরেনিয়াম এর তেমন কোন ব্যাবহার বা মূল্য নেই । তাই সবার কাছে এর মূল্য বা মূল্যায়ন আশা করা বোকামি ছাড়া আর কিছু না । বরং ওই পদার্থের যোগ্য মূল্য পেতে চাইলে সাইন্স ল্যাব বা পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাথে যোগা যোগ করলে আপনি উচিৎ মূল্য পাবেন ।
সুতরাং সবার কাছে নিজের যোগ্য সম্মান বা মূল্যায়ন আশা করবেন না । যারা আপনার মূল্য বুঝে এমন মানুষদের সাথে চলুন । যারা আপনাকে চিনে না তাদের থেকে দূরে থাকুন । ভাল লাগবে । সবাই আপনাকে সম্মান করে না এমন চিন্তা থেকে বিরত থাকুন । নিজের মত কাজ করে যান । আপনার কথা ও কর্মে আপনার যোগ্যতার প্রমান রাখুন । এক সময় আগের চেয়ে অনেক বেশি মানুষ আপনাকে চিনতে থাকবে , মূল্যায়ন করতে থাকবে এবং যারা আপনাকে খুব ভাল করে জানে বা বুঝে তারা অবশ্যই আপনার মূল্যায়ন করবে ।
আসুন আমরা নিজের মত কাজ করে যাই । আর আমাদের মধ্য এমন সম্মানি ও গুনি লোক থাকলে তাদের অবহেলা না করে তাদের সম্মান করি । আর যারা আপনি গুনি মানুষ হওয়া সত্তেও আপনার মূল্যায়ন করে না তাদের আপনার নিজ গুনে ক্ষমা করে দিন ।