লোহা খাটি না ভেজাল সেটা কেউ প্রশ্ন তোলে না কিন্তু স্বর্ণ পরীক্ষা ছাড়া কেউ খাটি বলে মানতে চায় না

লোহা খাটি না ভেজাল সেটা কেউ প্রশ্ন তোলে না কিন্তু স্বর্ণ পরীক্ষা ছাড়া কেউ খাটি বলে মানতে চায় না – ৫২ Khandokar Robi

**********
মানুষের মস্তিষ্ক সাধারণত ভাল মেমোরির চেয়ে খারাপ অভিজ্ঞতা বেশি মনে রাখে, তাই স্বাভাবিক ভাবেই আমরা ভালকিছু সহজে বিশ্বাস করতে চাই না কিন্তু কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে স্বভাবগত কারনেই বিশ্বাস করি । এই কারনেই জনপ্রিয় নায়িকা বা মডেলদের কেলেঙ্কারি বা সেক্স ভিডিও লিংক গুলো মিথ্যা হওয়ার পরেও কোটি কোটি মানুষ ওই লিংক গুলোতে ক্লিক করে ।

নিজের অভিজ্ঞতা-
আমার প্রোফাইলে দেয়া, শেয়ার হোল্ডার অফ Apple, facebook, McDonald’s দেখে অনেকেই ইনবক্স করে, আমাকে প্রশ্ন করে, আমার মুখ থেকে শুনতে চায় এটা সত্য কি না তখন আমি একটুও বিরক্ত হই না । কারন তারা পরীক্ষা করে দেখতে চায়, প্রশ্ন করে নিশ্চিত হতে চায় যে আমি আসলে শেয়ার মার্কেটে আছি কি না এসব কোম্পানির শেয়ার আমি আসলেই কিনেছি কি না ? যারা আমাকে প্রশ্ন করেন তাদের সচেতনাকে আমি সম্মান করি প্রশংসা করি ।

এই কারনে আমি যখন আমেরিকা ব্যাংকে আমার ব্যাংক হিসেবে টাকা জমা দেয়ার পরে আকাউন্ট ব্যালেন্স জানতে চাই তখন টেলার আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্ম তারিখ জানতে চায় বা ড্রাইভিং লাইসেন্স দেখতে চায় তখন একটুও বিরক্ত হই না । কারন তারা পরীক্ষা করে নিশ্চিত হতে চায় যে এটা আসলেই একাউন্টের আসল মালিক কি না ??

লিখেছেন – Khandokar Robi

 

Join The Discussion

Compare listings

Compare