শিক্ষার সাথে করমের সম্পর্ক কেমন ? ১২৫

শিক্ষার সাথে করমের সম্পর্ক কেমন ? ১২৫

 

-DMC পাস করা ছেলেটা BCS দিয়ে এখন মস্ত বড় পুলিশ অফিসার।
.
— BUET থেকে EEE পাস করা ছেলেটা এখন
ইসলামী ব্যাংকের ম্যানেজার।
.
— ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে প্রথম
শ্রেণী পাওয়া ছেলেটা এখন নামকরা ফটোগ্রাফার।
.
— SUST এর CSE পাস করা ছেলেটা এখন শহরের
খ্যাতনামা ঔষুধ ব্যবসায়ী।
.
–জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে Philosophy থেকে পাস
করা ছেলেটা এখন একজন নামকরা এস.আই।
.
— রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে রেকর্ড
মার্ক পাওয়া মেয়েটা এখন Air Force এর অফিসার।
.
— প্রাইভেট থেকে পাস করা ছেলেটা আজ Public
University (SUST) এর শিক্ষক।
.
— জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে English এ অনার্স
করা মেয়েটা আজ জেলা ম্যাজিস্ট্রেট।
.
— ঢাকা কলেজ থেকে অনার্স পাস করা মানুষটা আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর!
.
— ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা না
থাকার মানুষটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কয়টা Public University এর চ্যান্সেলর!!
.
.
ভয় নেই! জীবন থেমে থাকার নয়।
জীবনে বড় কিছু হতে হলে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা
Subject বড় কিছু না। বড় হলো তার ইচ্ছা শক্তি!
যে যা হতে চায় তাকে সেইটাই হতে দেয়া উচিৎ।
বদলাতে পারে তারে সবকিছু, যেকোনো সময়, যেকোনো ভাবে! 🙂

Collected from- @s. h. Ovi S.H. Ovi
Camera man – @rakib Omee

 

Join The Discussion

Compare listings

Compare