সংবাদ পত্রে প্রায়ই দেখা যায় ” এই বছর ৫ হাজার কোটি টাকা পাচার ” ৭৮

সংবাদ পত্রে প্রায়ই দেখা যায় ” এই বছর ৫ হাজার কোটি টাকা পাচার ” ৭৮

 

সংবাদ পত্রে প্রায়ই দেখা যায় ” এই বছর ৫ হাজার কোটি টাকা পাচার ” মানে এই পরিমান টাকা বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে । পত্রিকায় সাধারন মানুষ থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহল সে ব্যাপারে প্রতিক্রিয়া বাক্ত করে । পাঠক সংবাদ পরে আর মনে মনে সেই বাক্তি বা প্রতিষ্ঠানকে দোষারোপ করতে থাকে ।
আমিও তাদের দোষারোপ করি আর ভাবি কেন তারা এই কাজ করে দেশের ক্ষতি করে ? ……………………. এই টাকা পাচার কি করে ঠেকানো যায় সে নিয়া কথা আর আলোচনার শেষ নেই তবে আজ আমি আলোচনা করব মানুষ কেন এই জঘন্য কাজটি করে —–

১। কালটাকা / অবৈধ টাকা – ট্যাক্স ফাকি, ঘুষ বা যে কোন অবৈধ বিজনেস বা উপায় থেকে অর্জিত অর্থ মানুষ সাধারণত গোপন করতে দেশের বাইরে পাচার করে, কারন দেশে থাকলে সে টাকা ধরা পরে যেতে পারে ।

২। উন্নত বিদেশ – টাকা সাধারণত গরীব দেশ থেকে তার চেয়ে উন্নত দেশে পাচার হয়ে থাকে এর কারন হিসেবে বিদেশের উন্নত চিকিৎসা বাবস্থা, উন্নত শিক্ষা বাবস্থা, বিশুদ্ধ বায়ু বা পরিবেশ, ন্যায় বিচার বা স্বাধীন বিচার বাবস্থা, খুব সুন্দর সামাজিক নিরাপত্তা এসবের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ তাদের কষ্টে অর্জিত টাকা দেশের বাইরে পাচার করে এবং এক সময় নিজেরাউ দেশ ছেরে বিদেশে পারি জমায় । এবং টাকা পাচারের ক্ষেত্রে এই কারনে সবচেয়ে বেশি মানুষ বিদেশে টাকা পাচার করে থাকে ।

অ্যামেরিকা কিন্তু বাংলাদেশ টাকা পাঠাতে নিষেধ করে না আপনি যত টাকা ইচ্ছা পাঠাতে পারেন বাংলাদেশ তবু অনেক বাঙালি দেশে টাকা না পাঠিয়ে উন্নত জীবনের আসায় সেখানেই টাকা রেখে দেয়, এছাড়া যারা দেশে টাকা পাঠায় তারাউ অনেক সময় দেশে এসে খারাপ অভিজ্ঞতা হবার পরে টাকা পাঠান বন্ধ করে দেয় অনেকে আছে যারা একসময় টাকা পাঠাত তারা সেই টাকা আবার আমারিকা ফেরত নিয়ে যায় ।
শুধু উপরের ২ নং প্যারায় উল্লেখিত কারণে লাখা লাখ মানুষ বিদেশে টাকা পাচার করে থাকে । তাই টাকা পাচার বন্ধ কর দেশের উন্নয়ন বা নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির কোন বিকল্প নাই । দেশের উন্নয়ন হলে দেশ ও দেশের মানুষ ভাল থাকবে দেশের টাকা পাচার কোমে যাবে এবং দেশের রিজার্ভ সহ অর্থনীতি অনেক টেকসই ও মজবুত হবে ।
উপরের ১। ও ২। নং প্যারায় আমি যে আলোচনা তুলে ধরেছি সেখান থেকে একটা বিষয় খুব পরিস্কার যে- দেশের অবৈধ উপায়ে টাকা আয় বন্ধ আর দেশের শিক্ষা, চিকিৎসা, বিচার, পরিবেশ, নিরাপত্তা বাবস্থা উন্নত করতে পারলে বিদেশে টাকা পাচার রোধ অনেকাংশে সম্ভব হবে । পৃথিবীর অনেক অনুন্নত দেশ দেশের এসব সেক্টরে আশানুরূপ উন্নয়ন করতে বার্থ হওয়ায় গরীব দেশ থেকে মানুষ টাকা পাচার করে থাকে ।
অবশেষে কি ভাবে দেশের টাকা পাচার বন্ধ করা যেতে পারে তা আপনাদের নিচে কমেন্ট এ লিখতে পারেন । ভালবাসা সবার জন্য ।

Join The Discussion

Compare listings

Compare