সফল জন্য ডীগড়ী লাগে না ।

সফল জন্য ডীগড়ী লাগে না । ১৯

সফল বিজনেসম্যান হবার জন্য বড় বড় ডিগ্রী লাগেনা আমার বন্ধু আনারুল তার উদাহরণ । আমরা দুজন একসাথে প্রাইমারী স্কুল পাশ করেছিলাম । বনধু আমার লেখাপড়ায় বেশি দুর যেতে না পারলেও বিজনেসে অনেকদুর এসেছে । ঘোড়াঘাট, দিনাজপুর জেলায় ওর মেসিনারিজের দোকান প্রায় ১০ বছর হয়ে গেছে । আমেরিকা আসার আগে ওর সাথে দেখা করতে গেলাম, ওর পাশের একটা মবিলের দোকান তার পাশে টিনের দোকান সব গুলো কিনে ফেলেছে , বন্ধুর এমন সাফল্য গর্বে বুকটা ভরে গেল ।

অনেকে লেখা পড়া শেষ করে ২০ হাজার টাকার একটা জবের জন্য যখন দিনের পর দিন হতাশায় ভুগছে সেখানে আনারুল অনেক অনেক ভাল আছে।
ওর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার সুন্দর ও সফল জীবন কামনা করছি – আমিন।

 

When your works match your words you inspire others

Join The Discussion

Compare listings

Compare