সময়ের বদলে, বদলে যেতে পারে আপনার দাম আর ক্ষমতা :( ১০৯

সময়ের বদলে, বদলে যেতে পারে আপনার দাম আর ক্ষমতা 🙁 ১০৯

ছবিতে দেখা যাচ্ছে টার্মিনেটর খ্যাত আরনল্ড সোয়ার্জনেগার তারই একটি স্ট্যাচুর নিচে শুয়ে আছেন। তিনি এই ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পোস্ট করেন “How time changes”
এর কারণ এই নয় যে, উনি বুড়ো হয়ে গেছেন বলে দুঃখ প্রকাশ করছেন। এখানে এই স্ট্যাচুর পেছনে যে হোটেল টি আছে তার নাম Arnold, যা উনি ক্যালিফর্নিয়ার গভর্নর থাকাকালীন সময়ে প্রতিষ্ঠিত। স্হাপনের সময় হোটেল কর্তৃপক্ষ কথা দিয়েছিলো যে, উনি যে কোন সময় এই হোটেলে তার নামে কক্ষ বুক করতে পারবেন। কিন্তু সময় পাল্টেছে উনি এখন প্রাক্তন গভর্নর! আর সেদিনই তো ঐ হোটেলে রুম বুক করতে গেলে কর্তৃপক্ষ সব রুম বুকড বলে তাকে হোটেলের রুম বুকিং এর রিফিউজ করে।
আর তাই তার এই অভিনব প্রতিবাদ আর একটা জিনিস ই মনে করিয়ে দেওয়া পৃথিবীর কোন কিছুই স্হায়ী নয়। সময়ের বদলে, বদলে যেতে পারে আপনার দাম আর ক্ষমতা 🙁

Join The Discussion

Compare listings

Compare