সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন। ১০৯
নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে।পরদিন সকালে তারা যখন নাশতা করছিলো,মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঐ বাড়ির মহিলা,,মেয়েটি বলে উঠলো,কাপড় টা পরিষ্কার হয়নি,ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানেনা,তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান দরকার,মেয়েটির স্বামী সে দিকে তাকালো কিন্তু নিশ্চুপ রইলো,যতবার পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো,,ততবার মেয়েটি একই মন্তব্য করতো।কিছুদিন পরে ওই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকাতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বললো,দেখো,উনি অবশেষে শিখেছেন কীভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখালো…..
তখন স্বামী বলে উঠলো,,, শোন, আজ ভোরে আমি আমাদের জানালার কাচ পরিষ্কার করেছি।
আমাদের জীবন টা ও এমনই আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নিরভর করে আমাদের মনের জানালার পরিচ্ছন্নতার উপর যা দিয়ে আমরা দেখি,কোন সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন।,,,নিজেকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে ভালো কোন কিছু দেখতে চাই আদৌ?নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য।