সাপ ও মহিলার গল্প ৯২

সাপ ও মহিলার গল্প ৯২

এক মহিলা একটি অজগর সাপ পুষতেন।একদিন হঠাৎ করে সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল।

শুধু বিছানায় মহিলার গা ঘেঁসে শুয়ে থাকে।কোন কিছুতেই কিছু খায় না।অনেক চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর মহিলা সাপকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে।

পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার প্রশ্ন করলেন সাপ কি আশেপাশে থাকে যখন আপনি ঘুমাতে যান ? উত্তরে মহিলা বলল ‘হ্যা’।

তখন ডাক্তার বলল “দেখুন আসলে

আপনার সাপের কোন রোগ হয়নি,ও নিজেকে যাচাই বাছাই করে আপনাকে খেয়ে হজম করার প্রাক্টিস করছে।এজন্যই আপনি ঘুমালে বার বার আপনার গা ঘেঁসে আপনাকে মেপে মেপে পরীক্ষা করে নিজেকে অভূক্ত রাখছে।সঠিক সময়ে ও আপনাকে গিলে ফেলবে”

মোরাল :- কেউ আপনার সাথে একই রুমে থাকলে বা হাসলে মনে করবেন না যে সে আপনার বন্ধু !
৫ স্টার দিন
Back
COLLECTED FROM – Tasnuva Nur Khondokar

Join The Discussion

Compare listings

Compare