সাবধান ও সতর্কতা ৫০

সাবধান ও সতর্কতা ৫০

 

সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বাটপার বুদ্ধিমানেরা রকমারী কলাকৌশল প্রয়োগ করেও তার নিকটে পৌছাতে পারে না ৷ কিন্তু বর্তমান সময়ে বোকা ও সহজ সরল মানুষদের সময় খুব খারাপ যাচ্ছে । সরলতার সুযোগ পেয়ে অনেকে তাদের মুখের দুবেলার আহারটুকু কেরে নিতেও পিছপা হচ্ছে না ।
সততার দরকার আছে কিন্তু কোন ভাবেই বোকা হবার সুযোগ নাই ।
সচেতন হন, কোন বদমায়েশকে ছার দেবেন না । নিজের অধিকার বুঝে নিন এবং খারাপ লোককে তার উপযুক্ত পুরস্কার হাতে ধরিয়ে দিন ।
Khandokar robi

 

আরে বস! আপনাকে সাকসেস হতে হবে আপনার জন্য। ইয়েস শুধু আপনার জন্য। জীবন আপনার, সফলতা কিংবা ব্যর্থতাও আপনার। অতএব সিদ্ধান্ত ও আপনার। কেউ একজন বলেছে “আপনি পারবেন না “, এর মানে আসলে এটা নয় যে আপনি পারবেন না। বরং এর মানে হলো তিনি সেটা পারেননি। যিনি যেটা পারেন না, তার ধারণা সেটা অন্যরাও পারবে না। যদি বুকে সাহস থাকে, নিজের উপর বিশ্বাস থাকে তবে এবার সত্যিই দেখিয়ে দিন আপনিও পারেন। যারা চেষ্টা করেছিল তারা কেউ বসে নেই। প্রত্যেকে আজ সফল। আপনিও হবেন। মানুষের কথায় কান দেয়া বন্ধ করুন । জীবনে একটু ত্যারা হন এতে সমস্যার কিছু নাই ।

Join The Discussion

Compare listings

Compare